খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩

( ২০২৩ সনের ২১ নং আইন )

খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ, বিপণন বা এতদ্‌সংশ্লিষ্ট বিষয়ে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধকল্পে Food (Special Courts) Act, 1956 এবং Foodgrains Supply (Prevention of Prejudicial Activity) Ordinance, 1979 রহিতক্রমে যুগোপযোগী করিয়া নূতন আইন প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন

যেহেতু খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ, বিপণন বা এতদ্‌সংশ্লিষ্ট বিষয়ে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ করা আবশ্যক; এবং

যেহেতু বিদ্যমান Food (Special Courts) Act, 1956 (Act No. X of 1956) এবং Foodgrains Supply (Prevention of Prejudicial Activity) Ordinance, 1979 (Ordinance No. XXVI of 1979) রহিতক্রমে যুগোপযোগী করিয়া নূতন আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। উৎপাদন বা বিপণন সংক্রান্ত অপরাধ ও দণ্ড

৪। মজুত সংক্রান্ত অপরাধ ও দণ্ড

৫। সরবরাহ সংক্রান্ত অপরাধ ও দণ্ড

৬। বিতরণ, স্থানান্তর, ক্রয় বা বিক্রয় সংক্রান্ত অপরাধ ও দণ্ড

৭। বিভ্রান্তি সৃষ্টি সংক্রান্ত অপরাধ ও দণ্ড

৮। কর্তব্য পালনে বিরত থাকা বা কর্তব্য পালনে বাধা প্রদানের দণ্ড

৯। কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটন

১০। প্রবেশ ও পরিদর্শন

১১। জব্দকৃত খাদ্যদ্রব্য নিষ্পত্তিকরণ

১২। Act No. V of 1898 এর প্রয়োগ

১৩। অপরাধ বিচারার্থ গ্রহণ

১৪। অপরাধের আমলযোগ্যতা ও জামিনযোগ্যতা

১৫। খাদ্যদ্রব্য বিশেষ আদালত

১৬। দণ্ড আরোপের বিশেষ ক্ষমতা

১৭। মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর প্রয়োগ

১৮। বিধি প্রণয়নের ক্ষমতা

১৯। রহিতকরণ ও হেফাজত

২০। ইংরেজিতে অনুদিত পাঠ প্রকাশ