বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আইন, ২০২৩

( ২০২৩ সনের ২৫ নং আইন )

Bangladesh Small and Cottage Industries Corporation Act, 1957 রহিতক্রমে নূতনভাবে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু Bangladesh Small and Cottage Industries Corporation Act, 1957 (Act No. XVII of 1957) রহিতক্রমে নূতনভাবে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। কর্পোরেশন প্রতিষ্ঠা

৫। কর্পোরেশনের কার্যালয়

৬। কর্পোরেশনের কার্যাবলি

৭। মূলধন

৮। শেয়ার সিকিউরিটিজ

৯। পরিচালনা ও প্রশাসন

১০। পরিচালনা পর্ষদ

১১। পরিচালনা পর্ষদের সভা

১২। চেয়ারম্যান

১৩। পরিচালক

১৪। চেয়ারম্যান এবং পরিচালকগণের অযোগ্যতা, অপসারণ, ইত্যাদি

১৫। কারিগরি উপদেষ্টা কমিটি

১৬। জেলা ও উপজেলা শিল্প উন্নয়ন কমিটি

১৭। শিল্পপার্ক বা শিল্পনগরী, ইত্যাদি প্রতিষ্ঠা

১৮। নিবন্ধন, ইত্যাদি

১৯। ডেভেলপার নিয়োগ

২০। অনুমতিপত্র স্থগিত বা বাতিলকরণ

২১। শিল্পপার্ক বা শিল্পনগরীর মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান

২২। শুল্কাধীন পণ্যাগার সুবিধা

২৩। পণ্যাগার স্থাপন

২৪। অন্যান্য আইনের প্রয়োগ হইতে অব্যাহতি প্রদানের ক্ষমতা

২৫। আর্থিক প্রণোদনা ও সহায়তা প্রদান

২৬। আমদানি স্বত্ব নির্ধারণ

২৭। কর্পোরেশনের বিশেষ অধিকার

২৮। গবেষণা, প্রশিক্ষণ বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহিত চুক্তি সম্পাদন

২৯। ঋণ প্রদান

৩০। ঋণ বা চাঁদার জামানত

৩১। সমুদয় অর্থ তাৎক্ষণিক পরিশোধের দাবি করিবার ক্ষমতা

৩২। আর্থিক প্রতিষ্ঠানের সহিত চুক্তি

৩৩। ঋণ গ্রহণের ক্ষমতা

৩৪। কোম্পানি গঠন

৩৫। সমিতি, সংঘ, ইত্যাদি

৩৬। নারী উদ্যোক্তা সৃষ্টি ও সুরক্ষা প্রদান

৩৭। কর্মীদের কল্যাণ

৩৮। তহবিল

৩৯। সংরক্ষিত তহবিল গঠন

৪০। বাজেট

৪১। হিসাবরক্ষণ ও নিরীক্ষা

৪২। বাৎসরিক প্রতিবেদন

৪৩। মিথ্যা তথ্য প্রদানের দণ্ড

৪৪। সীমানা প্রাচীর, ইত্যাদি ক্ষতিগ্রস্ত বা অপসারণের দণ্ড

৪৫। ডেভেলপার বা ঠিকাদারকে বাধা প্রদান বা চিহ্ন অপসারণের দণ্ড

৪৬। অননুমোদিত ভূমি দখল, স্থাপনা নির্মাণ, ইত্যাদির দণ্ড

৪৭। প্লটের অবৈধ হস্তান্তর, ইত্যাদির দণ্ড

৪৮। কর্পোরেশনের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হইবার জন্য ক্ষতিপূরণ

৪৯। অপরাধ বিচারার্থ গ্রহণ ও বিচার

৫০। ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা

৫১। কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটন

৫২। কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারী

৫৩। গবেষক, প্রযুক্তিবিদ, পরামর্শক, আইন উপদেষ্টা ও প্যানেল আইনজীবী নিয়োগ

৫৪। জোরপূর্বক দখল বা অনুপ্রবেশের ক্ষেত্রে কর্পোরেশনের ক্ষমতা

৫৫। নোটিশ অগ্রাহ্যে কর্পোরেশন কর্তৃক ব্যবস্থা গ্রহণ

৫৬। অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতা

৫৭। অস্পষ্টতা দূরীকরণ

৫৮। ক্ষমতা অর্পণ

৫৯। কর্পোরেশনের অবসায়ন

৬০। মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর প্রয়োগ

৬১। তপশিল সংশোধনের ক্ষমতা

৬২। বিধি প্রণয়নের ক্ষমতা

৬৩। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৬৪। রহিতকরণ ও হেফাজত

৬৫। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ