পারিবারিক আদালত আইন, ২০২৩

( ২০২৩ সনের ২৬ নং আইন )

Family Courts Ordinance, 1985 রহিতপূর্বক সময়োপযোগী করিয়া উহা পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন

যেহেতেু সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন) দ্বারা ১৯৮২ সনের ২৪ মার্চ হইতে ১৯৮৬ সনের ১১ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সামরিক ফরমান দ্বারা জারীকৃত অধ্যাদেশসমূহের অনুমোদন ও সমর্থন সংক্রান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চতুর্থ তপশিলের ১৯ অনুচ্ছেদ বিলুপ্ত হইয়াছে এবং সিভিল আপিল নং-৪৮/২০১১ সুপ্রীম কোর্টের আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ে সামরিক আইনকে অসাংবিধানিক ঘোষণাপূর্বক উহার বৈধতা প্রদানকারী সংবিধান (সপ্তম সংশোধন) আইন, ১৯৮৬ (১৯৮৬ সনের ১ নং আইন) বাতিল ঘোষিত হওয়ায় উক্ত অধ্যাদেশসমূহের কার্যকারিতা লোপ পাইয়াছে; এবং

যেহেতু ২০১৩ সনের ৭ নং আইন দ্বারা উক্ত অধ্যাদেশসমূহের মধ্যে কতিপয় অধ্যাদেশ কার্যকর রাখা হইয়াছে; এবং

যেহেতু উক্ত অধ্যাদেশসমূহের আবশ্যকতা ও প্রাসঙ্গকিতা পর্যালোচনা করিয়া আবশ্যক বিবেচিত অধ্যাদেশসমূহ সকল স্টেক-হোল্ডার ও সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগের মতামত গ্রহণ করিয়া প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনক্রমে বাংলায় নূতন আইন প্রণয়ন করিবার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে; এবং

যেহেতু সরকারের উপরি-বর্ণিত সিদ্ধান্তের আলোকে Family Courts Ordinance, 1985 (Ordinance No. XVIII of 1985) রহিতক্রমে উহা সময়োপযোগী করিয়া পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। পারিবারিক আদালত প্রতিষ্ঠা

৫। পারিবারিক আদালতের এখতিয়ার

৬। মোকদ্দমা দায়ের

৭। সমন ও নোটিশ জারিকরণ

৮। লিখিত জবাব

৯। আরজি ও লিখিত জবাব সংশোধন

১০। পক্ষগণের অনুপস্থিতির ফলাফল

১১। বিচার-পূর্ব কার্যক্রম

১২। রুদ্ধদ্বার কক্ষে বিচার

১৩। সাক্ষ্য লিপিবদ্ধকরণ

১৪। বিচারের সমাপ্তি

১৫। আপোষ ডিক্রি

১৬। রায় লিখন

১৭। ডিক্রি বলবৎকরণ

১৮। পারিবারিক আপিল আদালত প্রতিষ্ঠা

১৯। আপিল দায়ের ও নিষ্পত্তি

২০। মোকদ্দমা এবং আপিল স্থানান্তর ও স্থগিতকরণ

২১। পারিবারিক আদালত বা পারিবারিক আপিল আদালত কর্তৃক অন্তর্বর্তী আদেশ প্রদান

২২। সমন জারির ক্ষমতা

২৩। পারিবারিক আদালত বা পারিবারিক আপিল আদালত অবমাননা

২৪। প্রতিনিধিদের মাধ্যমে উপস্থিতি

২৫। কোর্ট ফি

২৬। মুসলিম পারিবারিক আইনের বিধানকে প্রভাবিত না করা

২৭। Guardians and Wards Act, 1890 এর উদ্দেশ্য পূরণকল্পে পারিবারিক আদালতকে জেলা আদালতরূপে গণ্যকরণ

২৮। কতিপয় আইনের বিধানাবলির প্রযোজ্যতা ও অপ্রযোজ্যতা

২৯। বিধি প্রণয়নের ক্ষমতা

৩০। রহিতকরণ ও হেফাজত

৩১। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

গেজেটেড অনুলিপি

পারিবারিক আদালত আইন, ২০২৩