ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩

( ২০২৩ সনের ৩৬ নং আইন )

ভূমি সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধ ও প্রতিকারের উদ্দেশ্যে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও নাগরিকের স্বীয় মালিকানাধীন ভূমিতে দখল ও প্রাপ্য অধিকার নিশ্চিতকরণে ভূমি সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধ ও প্রয়োজনীয় প্রতিকারের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ সুসংহত বিধান করা প্রয়োজন; এবং

যেহেতু ভূমি বিরোধ দ্রুত নিরসন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। এই আইনের বিধানাবলির অতিরিক্ততা

৪। ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ ও দণ্ড

৫। ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ ও দণ্ড

৬। ভূমি বিষয়ক প্রতারণা ও জালিয়াতি সংক্রান্ত অপরাধ রোধে ব্যবস্থা

৭। অবৈধ দখল প্রতিরোধ ও দণ্ড

৮। অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার

৯। ক্রেতা বরাবর বিক্রিত ভূমির দখল হস্তান্তর না করিবার দণ্ড

১০। সীমানা বা ভূমির ক্ষতিসাধনের দণ্ড

১১। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য ভূমির অবৈধ দখল, প্রবেশ বা কোনো কাঠামো নির্মাণ বা ক্ষতিসাধনের দণ্ড

১২। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বার্থযুক্ত বা জনসাধারণের ব্যবহার্য ভূমি অবৈধ ভরাট, শ্রেণি পরিবর্তন, ইত্যাদির দণ্ড

১৩। মাটির উপরি-স্তর কর্তন ও ভরাটের দণ্ড

১৪। অপরাধ প্রতিরোধে ব্যবস্থা

১৫। আদেশ অমান্যে দণ্ড

১৬। অপরাধ সংঘটনে সহায়তা বা প্ররোচনার দণ্ড

১৭। অপরাধ পুনঃসংঘটনের দণ্ড

১৮। কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটন

১৯। অপরাধের বিচার

২০। ক্ষতিপূরণ ও প্রতিকার

২১। সাক্ষীর সুরক্ষা

২২। মোবাইল কোর্ট কর্তৃক বিচার্য

২৩। ভূমির তথ্য সম্বলিত সমন্বিত ডাটাবেজ প্রস্তুতকরণ

২৪। সংস্থা বা প্রতিষ্ঠানের সহায়তা

২৫। অস্পষ্টতা দূরীকরণ

২৬। বিধি প্রণয়নের ক্ষমতা

২৭। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ