প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) আইন, ২০২৩

( ২০২৩ সনের ৩৮ নং আইন )

২০০৪ সনের ৩০ নং আইনের ধারা ২ এর সংশোধন

৩।  উক্ত আইনের ধারা ২ এর দফা (ফ) এ উল্লিখিত “দফা এবং, প্রযোজ্য ক্ষেত্রে, সংবিধানের চতুর্থ তফসিলের ২৩ অনুচ্ছেদের” শব্দগুলি, কমাগুলি ও সংখ্যার পরিবর্তে “দফার” শব্দ প্রতিস্থাপিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs