জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ রহিতপূর্বক উহা সময়োপযোগী করিয়া নূতন আইন প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১০ সনের ৩নং আইন) রহিতক্রমে সময়োপযোগী করিয়া নূতন আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
সূচি
ধারাসমূহ
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
৪। জাতীয় পরিচিতি নম্বর ও জাতীয় পরিচয়পত্র প্রদান, জাতীয় পরিচয় নিবন্ধন রেজিস্টার, ইত্যাদি
৫। জাতীয় পরিচয়পত্র ও জাতীয় পরিচিতি নম্বর পাইবার অধিকার, ইত্যাদি
৮। জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম পরিচালনা
১০। নূতন জাতীয় পরিচয়পত্র প্রদান
১২। কতিপয় সেবা গ্রহণে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন
১৩। নিবন্ধককে বিভিন্ন সংস্থার সহযোগিতা প্রদান
১৪। তথ্য-উপাত্ত সংরক্ষণ, গোপনীয়তা, সরবরাহ, ইত্যাদি
১৫। নির্বাচন কমিশনের চাহিদামতে তথ্য প্রদান
১৮। মিথ্যা তথ্য প্রদানের জন্য দণ্ড
১৯। একাধিক জাতীয় পরিচয়পত্র গ্রহণ করিবার দণ্ড
২০। তথ্য-উপাত্ত বিকৃত বা বিনষ্ট করিবার দণ্ড
২১। তথ্য-উপাত্তে অননুমোদিত প্রবেশ বা উহাদের বেআইনি ব্যবহারের দণ্ড
২২। তথ্য-উপাত্তের অননুমোদিত প্রকাশ
২৩। জাতীয় পরিচয়পত্র জাল করিবার দণ্ড
২৪। অন্য কোনো নাগরিকের জাতীয় পরিচয়পত্র ধারণ কিংবা বহন করিবার দণ্ড
২৬। Act No. V of 1898 এর প্রয়োগ
২৭। অপরাধের আমলযোগ্যতা, অ-আপোষযোগ্যতা ও জামিনযোগ্যতা
২৯। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ
জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ |