প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩

( ২০২৩ সনের ৪০ নং আইন )

দ্বিতীয় অধ্যায়

পরিচয় নিবন্ধন, ইত্যাদি

নূতন জাতীয় পরিচয়পত্র প্রদান

১০।  (১) কোনো নাগরিকের জাতীয় পরিচয়পত্র হারাইয়া গেলে বা অন্যভাবে নষ্ট হইয়া গেলে তিনি নির্ধারিত পদ্ধতিতে ও ফি প্রদান সাপেক্ষে নূতন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করিতে পারিবেন।

(২) উপধারা (১) এর অধীন আবেদন প্রাপ্তির পর নিবন্ধক উক্ত নাগরিক বরাবরে নির্ধারিত পদ্ধতিতে ও সময়ে নূতন জাতীয় পরিচয়পত্র প্রদান করিবেন।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs