প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) আইন, ২০২৩

( ২০২৩ সনের ৪৩ নং আইন )

২০১০ সনের ৪২ নং আইনের ধারা ৬ এর সংশোধন

২। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ (২০১০ সনের ৪২ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৬ এর-

(ক) উপধারা (১) এ উল্লিখিত “Acquisition and Requisition of Immovable Property Ordinance, 1982 (Ordinance No. II of 1982)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭ (২০১৭ সনের ২১ নং আইন)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে; এবং

(খ) উপধারা (২) এ উল্লিখিত “Ordinance এর ”শব্দগুলির পরিবর্তে “আইনের” শব্দ প্রতিস্থাপিত হইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs