প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৩। উক্ত আইনের ধারা ১৩ এর-
(ক) “(১)” বন্ধনী ও সংখ্যা বিলুপ্ত হইবে;
(খ) দফা (ঘ) এ উল্লিখিত “Electricity Act, 1910 (Act No. IX of 1910)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “বিদ্যুৎ আইন, ২০১৮ (২০১৮ সনের ৭ নং আইন)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে;
(গ) দফা (ঙ) এ উল্লিখিত “Boilers Act, 1923 (Act No. V of 1923)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “বয়লার আইন, ২০২২ (২০২২ সনের ৬নং আইন)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে;
(ঘ) দফা (ছ) এ উল্লিখিত “Income-tax Ordinance, 1984 (Ordinance No. XXXVI of 1953)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে;
(ঙ) দফা (ঝ) এ উল্লিখিত “Land Development Tax Ordinance, 1976 (Ordinance No. XLII of 1976)” শব্দগুলি, সংখ্যাগুলি, কমা ও বন্ধনীর পরিবর্তে “ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩” শব্দগুলি, সংখ্যাগুলি এবং কমা প্রতিস্থাপিত হইবে;
(চ) দফা (ঠ) এ উল্লিখিত “মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২নং আইন)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনীর পরিবর্তে “মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন)” শব্দগুলি, সংখ্যাগুলি ও বন্ধনী প্রতিস্থাপিত হইবে; এবং
(ছ) দফা (ড) বিলুপ্ত হইবে।