বাংলাদশে ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩

( ২০২৩ সনের ৪৬ নং আইন )

সুষম খাদ্য হিসাবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং এতদ্‌সংশ্লিষ্ট বিষয়াবলির সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্ত একটি বোর্ড প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন

যেহেতু সুষম খাদ্য হিসাবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং এতৎসংশ্লিষ্ট বিষয়াবলির সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্ত একটি বোর্ড প্রতিষ্ঠাসহ আনুষঙ্গিক বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতেু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রর্বতন

২। সংজ্ঞা

৩। অন্য আইনের বিধানাবলির অতিরিক্ততা

৪। বোর্ড প্রতিষ্ঠা, ইত্যাদি

৫। বোর্ডের কার্যালয়, ইত্যাদি

৬। পরিচালনা ও প্রশাসন

৭। পরিচালনা পর্ষদ

৮। পরিচালনা পর্ষদের সভা

৯। বোর্ডের কার্যাবলি

১০। নির্বাহী পরিচালক

১১। তালিকাভুক্তি, ইত্যাদি

১২। দুধ বা দুগ্ধজাত পণ্যের মান নির্ধারণ, নিয়ন্ত্রণ, ইত্যাদি

১৩। বোর্ডের তহবিল, ইত্যাদি

১৪। বাজেট

১৫। হিসাবরক্ষণ ও নিরীক্ষা

১৬। বার্ষিক প্রতিবেদন

১৭। কর্মচারী নিয়োগ, ইত্যাদি

১৮। ক্ষমতা অর্পণ

১৯। বিধি প্রণয়নের ক্ষমতা

২০। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২১। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ