চিড়িয়াখানা আইন, ২০২৩

( ২০২৩ সনের ৪৫ নং আইন )

সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত চিড়িয়াখানায় প্রাণি সংগ্রহ, লালন-পালন, কল্যাণ, চিকিৎসা, প্রজনন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও চিড়িয়াখানার উন্নয়ন, ব্যবস্থাপনা, অবকাঠামোগত সুবিধাদি এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত চিড়িয়াখানায় প্রাণি সংগ্রহ, লালন-পালন, কল্যাণ, চিকিৎসা, প্রজনন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও চিড়িয়াখানার উন্নয়ন, ব্যবস্থাপনা, অবকাঠামোগত সুবিধাদি এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। চিড়িয়াখানার ব্যবস্থাপনা

৫। উপদেষ্টা পরিষদ

৬। উপদেষ্টা পরিষদের সভা

৭। পরিচালক, কিউরেটর ও অন্যান্য কর্মচারি নিয়োগ

৮। প্রাণির খাঁচা, আবাসন, প্রদর্শন, তথ্য সংরক্ষণ, ইত্যাদি

৯। প্রাণির চিকিৎসা, চিকিৎসা সামগ্রী, প্রশিক্ষণ, ইত্যাদি

১০। প্রাণি সংগ্রহ, প্রজনন, ইত্যাদি

১১। প্রাণিজসম্পদ সংরক্ষণ

১২। দর্শনার্থীদের জন্য অবকাঠামোগত সুবিধাদি, নির্দেশনা, ইত্যাদি

১৩। প্রাণির ব্যথাহীন মৃত্যু, তদন্ত, ইত্যাদি

১৪। সঙ্গনিরোধ

১৫। শিক্ষা বা গবেষণামূলক কার্যক্রম, শিক্ষা উপকরণ তৈরি, সদস্য পদ, ইত্যাদি

১৬। বিনিময় বা হস্তান্তর

১৭। প্রাণি সংগ্রহের রেকর্ড সংরক্ষণ, প্রতিবেদন, ইত্যাদি

১৮। চিড়িয়াখানায় দর্শনার্থী প্রবেশ ফি নির্ধারণ, ইত্যাদি

১৯। প্রাণিকে আঘাত করা বা খাদ্য সরবরাহ করা নিধিদ্ধ

২০। প্রবেশ ফি ব্যতিত চিড়িয়াখানায় প্রবেশ বা কোনো প্রাণিকে উত্যক্ত করিবার জন্য প্রশাসনিক ক্ষতিপূরণ

২১। অপরাধ ও দণ্ড

২২। অপরাধের আমলযোগ্যতা ও জামিনযোগ্যতা

২৩। অপরাধ বিচারার্থ গ্রহণ, তদন্ত, বিচার, ইত্যাদি

২৪। মোবাইল কোর্ট কর্তৃক বিচার্য

২৫। অসুবিধা দূরীকরণ

২৬। বিধি প্রণয়নের ক্ষমতা

২৭। রহিতকরণ ও হেফাজত

২৮। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

গেজেটেড অনুলিপি

চিড়িয়াখানা আইন, ২০২৩