সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩

( ২০২৩ সনের ৪৮ নং আইন )

সিলেট ও উহার সন্নিহিত এলাকা সমন্বয়ে একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটন নগরী প্রতিষ্ঠার স্বার্থে উক্ত অঞ্চলের সুপরিকল্পিত উন্নয়ন, ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা এবং পর্যটন অঞ্চলের অবকাঠামো ও স্থাপনাসমূহ টেকসই, দৃষ্টিনন্দন ও পর্যটনবান্ধব নিশ্চিত করিবার লক্ষ্যে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রণীত আইন

যেহেতু সিলেট ও উহার সন্নিহিত এলাকা সমন্বয়ে একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটন নগরী প্রতিষ্ঠার স্বার্থে উক্ত অঞ্চলের সুপরিকল্পিত উন্নয়ন, ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা এবং পর্যটন অঞ্চলের অবকাঠামো ও স্থাপনাসমূহ টেকসই, দৃষ্টিনন্দন ও পর্যটনবান্ধব নিশ্চিত করিবার লক্ষ্যে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। কর্তৃপক্ষ প্রতিষ্ঠা

৫। কর্তৃপক্ষের কার্যালয়

৬। কর্তৃপক্ষ গঠন, ইত্যাদি

৭। কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলী

৮। চেয়ারম্যান নিয়োগ, মেয়াদ, অপসারণ, ইত্যাদি

৯। কর্তৃপক্ষের সভা

১০। পরামর্শ বা সহযোগিতা

১১। কমিটি গঠন

১২। মহাপরিকল্পনা প্রণয়ন

১৩। মহাপরিকল্পনা সংশোধন

১৪। মহাপরিকল্পনা সম্পর্কে মামলা করিবার উপর বিধি-নিষেধ

১৫। মহাপরিকল্পনার পরিপন্থি ভূমি ব্যবহারের অনুমতি

১৬। উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন

১৭। উন্নয়ন প্রকল্প সংশোধন

১৮। কতিপয় উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের উপর বিধি-নিষেধ

১৯। অন্তর্বর্তীকালীন উন্নয়নপ্রকল্প

২০। স্থানীয় পরিকল্পনা

২১। ভূমি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা এবং ইমারত পরিবর্তন বা অপসারণ

২২। ক্ষতিপূরণ ও পুনর্বাসন

২৩। রাস্তার প্রশস্ততা

২৪। স্থানীয় কর্তৃপক্ষের মালিকানাধীন ভূমি ও ইমারত ন্যস্তকরণ

২৫। সমাপ্ত প্রকল্পের অবকাঠামো রক্ষণা¬বেক্ষণের জন্য স্থানীয় কর্তৃপক্ষ বা সংস্থার নিকট ন্যস্তকরণ

২৬। সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের মালিকানাধীন প্রকল্প বা সম্পত্তি হস্তান্তর

২৭। কর্তৃপক্ষের নিকট ন্যস্তকৃত সরকারি রাস্তা, নর্দমা, ইত্যাদির রক্ষণাবেক্ষণ

২৮। ভূমি ক্রয় বা লিজ গ্রহণের ক্ষমতা

২৯। ভূমি অধিগ্রহণের ক্ষমতা

৩০। ভূমি বিলি-বন্দেজ

৩১। উন্নয়ন ফি ধা¬র্যের ক্ষমতা

৩২। তহবিল

৩৩। বার্ষিক বা¬জেট

৩৪। হিসাব রক্ষণ ও নিরীক্ষা

৩৫। বকেয়া আদায়

৩৬। প্রতিবেদন

৩৭। ঋণ গ্রহণের ক্ষমতা

৩৮। কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক

৩৯। কর্মচারী নিয়োগ

৪০। আন্তঃকর্তৃপক্ষ বদলি

৪১। জনসেবক

৪২। মহাপরিকল্পনার পরিপন্থি ভূমি ব্যবহারের দণ্ড

৪৩। ইমারত নির্মাণ, জলাধার খনন, চালা অথবা উঁচু ভূমি, ইত্যাদি বিষয়ে বিধি-নিষেধ

৪৪। কৃত্রিম জলাধার খনন, টিলা কাটা, ইত্যাদি স্থগিতকরণ

৪৫। নিচু ভূমি ভরাট বা প্রাকৃতিক জলাধারের পানি প্রবাহে বাধাগ্রস্তের উপর বিধি-নিষেধ

৪৬। খেলার মাঠ, উন্মুক্ত মাঠ, উদ্যান এবং প্রাকৃতিক জলাধারের শ্রেণি পরিবর্তন

৪৭। সীমানা প্রাচীর, ইত্যাদি অপসারণ করিবার দণ্ড

৪৮। ইমারত অথবা দেয়াল অপসারণ না করিবার দণ্ড

৪৯। অবৈধ নির্মাণ অপসারণ

৫০। অননুমোদিত নির্মাণাধীন স্থাপনা অপসারণ ও উহাতে বসবাসকারীদের উচ্ছেদ

৫১। অনুমোদিত নকশার ব্যত্যয় করিয়া ভবন নির্মাণের দণ্ড

৫২। অনুমোদিত নকশা বহির্ভূত স্থাপনা নির্মাণের দণ্ড

৫৩। কর্তৃপক্ষের কার্যসম্পাদনকালে নিরাপত্তা বেষ্টনী, ইত্যাদি অপসারণ নিষিদ্ধ

৫৪। স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক ইমারত নির্মাণের অনুমতি প্রদান নিষিদ্ধ

৫৫। কর্তৃপক্ষের চাকুরিতে নিয়োজিত কোনো ব্যক্তি কর্তৃক ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে কোনো অসাধু কর্মকাণ্ডে সহায়তার দণ্ড

৫৬। চেয়ারম্যান, সদস্য, নির্বাহী পরিচালক বা কোনো কর্মচারী কর্তৃক কর্তৃপক্ষের শেয়ার, স্বার্থ বা চুক্তিতে অংশগ্রহণে বিধি-নিষেধ

৫৭। ক্ষতিপূরণ প্রদান না করা

৫৮। অপরাধ বিচারার্থ গ্রহণ

৫৯। বিচার, ইত্যাদি

৬০। অপরাধের আমলযোগ্যতা ও জামিনযোগ্যতা

৬১। মোবাইল কোর্টের এখতিয়ার

৬২। কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটন

৬৩। বিরোধ নিষ্পত্তি

৬৪। প্রবেশাধিকার

৬৫। ক্ষমতা অর্পণ

৬৬। ক্ষতিপূরণ প্রদানে কর্তৃপক্ষের সাধারণ ক্ষমতা

৬৭। দেওয়ানী আদালতের এখতিয়ার বহির্ভূত

৬৮। নির্দেশ প্রদানের ক্ষমতা

৬৯। বিধি প্রণয়নের ক্ষমতা

৭০। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৭১। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ