সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন, ২০২৩

( ২০২৩ সনের ৪৯ নং আইন )

অস্থাবর সম্পত্তি জামানত রাখিয়া ঋণ প্রদান ও গ্রহণের সুযোগ সৃষ্টি এবং ঋণদাতা ও ঋণগ্রহীতার লেনদেনে সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে এতদ্‌সংক্রান্ত অর্থায়ন বিবরণী নিবন্ধনসহ আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু অস্থাবর সম্পত্তি জামানত রাখিয়া ঋণ প্রদান ও গ্রহণের সুযোগ সৃষ্টি এবং ঋণদাতা ও ঋণগ্রহীতার লেনদেনে সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে এতদ্‌সংক্রান্ত অর্থায়ন বিবরণী নিবন্ধনসহ আনুষঙ্গিক বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রযোজ্যতা ও অপ্রযোজ্যতা

৪। এই আইনের বিধানাবলির অতিরিক্ততা

৫। অস্থাবর সম্পত্তি জামানত হিসাবে দায়যুক্তকরণ

৬। জামানতের শর্ত

৭। অস্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণ

৮। ঋণ প্রাপ্তির আবেদন ও ঋণ মঞ্জুর

৯। নিবন্ধন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, ইত্যাদি

১০। কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলি

১১। অর্থায়ন বিবরণীতে প্রদত্ত তথ্য

১২। নিবন্ধন

১৩। নিবন্ধনের রেকর্ড সংরক্ষণ ও অনুসন্ধান

১৪। নিবন্ধনের তথ্যভান্ডার, ইত্যাদি

১৫। নিবন্ধিত তথ্য সংশোধন

১৬। নিবন্ধিত তথ্য সংরক্ষণের কার্যকালের অবসান, ইত্যাদি

১৭। সুরক্ষা স্বার্থের সৃষ্টি

১৮। সুরক্ষা চুক্তির শর্তাবলি

১৯। সুরক্ষাযোগ্য দায়

২০। সুরক্ষা স্বার্থের সম্পূর্ণকরণ

২১। সুরক্ষিত পক্ষের দায়-দায়িত্ব

২২। অর্জিত আয়ে সুরক্ষা স্বার্থ

২৩। অগ্রাধিকার নির্ধারণ

২৪। আদালতের রায়, আদেশ বা ডিক্রিবলে পাওনাদারের অগ্রাধিকার

২৫। অসম্পূর্ণকৃত সুরক্ষা স্বার্থের উপর অগ্রাধিকার

২৬। পূর্বস্বত্ব অগ্রাধিকার

২৭। খেলাপীর ক্ষেত্রে সুরক্ষিত পক্ষের অধিকার

২৮। আপোষ-নিষ্পত্তি এবং প্রয়োগ

২৯। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার

৩০। বিধি প্রণয়নের ক্ষমতা

৩১। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৩২। তপশিল সংশোধনের ক্ষমতা

৩৩। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ