প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) আইন, ২০২৩

( ২০২৩ সনের ৪৯ নং আইন )

নিবন্ধনের রেকর্ড সংরক্ষণ ও অনুসন্ধান

১৩। নিবন্ধনের রেকর্ড নিম্নবর্ণিত নম্বর অথবা মানদণ্ডের ভিত্তিতে অনলাইনে স্বতন্ত্র নিবন্ধন নম্বর (unique registration number) দ্বারা এইরূপভাবে সংরক্ষণ করিতে হইবে যাহাতে উহা সঠিকভাবে, সহজে এবং দ্রুততার সহিত অনুসন্ধান করা যায়, যথা:-

(ক) জামিনদারের জাতীয় পরিচয়পত্র নম্বর; বা

(খ) জামানতের ক্রমিক নম্বর; বা

(গ) প্রবিধান দ্বারা নির্ধারিত অন্য কোনো অতিরিক্ত মানদণ্ড।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs