প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৮। বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত কর্মচারী থাকিবে, যথা:-
(ক) উপাচার্য;
(খ) উপউপাচার্য;
(গ) কোষাধ্যক্ষ;
(ঘ) ডিন;
(ঙ) ইনস্টিটিউটের পরিচালক;
(চ) রেজিস্ট্রার;
(ছ) গ্রন্থাগারিক;
(জ) বিভাগীয় চেয়ারম্যান;
(ঝ) প্রভোস্ট;
(ঞ) প্রক্টর;
(ট) পরিচালক (গবেষণা);
(ঠ) পরিচালক (বহিরঙ্গন কার্যক্রম);
(ড) পরিচালক (অর্থ ও হিসাব);
(ঢ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন);
(ণ) শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা;
(ত) পরীক্ষা নিয়ন্ত্রক;
(থ) প্রধান চিকিৎসক;
(দ) প্রধান প্রকৌশলী;
(ধ) পরিচালক (শরীরচর্চা শিক্ষা);
(ন) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হিসাবে ঘোষিত অন্যান্য কর্মচারী।