প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৪০। (১) বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী সংবিধি দ্বারা নির্ধারিত আবাসিক হল, আবাসস্থল বা স্থানে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত শর্তাধীনে বসবাস করিবেন।
(২) আবাসিক হলের প্রভোষ্ট ও অন্যান্য তত্ত্বাবধানকারী কর্মচারী সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিযুক্ত হইবেন।
(৩) প্রত্যেক আবাসিক হলে শৃঙ্খলা কমিটি কর্তৃক প্রদত্ত ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মচারীর পরিদর্শনাধীন থাকিবে।
(৪) সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কোনো আবাসিক হল পরিচালিত না হইলে বিশ্ববিদ্যালয় উক্ত আবাসিক হলের অনুমোদন প্রত্যাহার করিতে পারিবে।
(৫) সিন্ডিকেট আবাসিক হলসমূহের নামকরণ করিবে।