বঙ্গবন্ধু শেখ মুজিব শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩

( ২০২৩ সনের ৫১ নং আইন )

বঙ্গবন্ধু শেখ মুজিব শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়, স্থাপনকল্পে প্রণীত আইন

যেহেতু কৃষিবিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে প্রাগ্রসর বিশ্বের সহিত সংগতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে কৃষিবিজ্ঞানে উন্নত শিক্ষাদানের পাশাপাশি প্রাসঙ্গিক বিজ্ঞান, প্রযুক্তি ও প্রচলিত অন্যান্য বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি এবং নূতন প্রযুক্তি উদ্ভাবনসহ দেশে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সম্প্রসারণের নিমিত্ত শরীয়তপুর জেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়, নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। বিশ্ববিদ্যালয় স্থাপন

৪। সকলের জন্য বিশ্ববিদ্যালয় উন্মুক্ত

৫। বিশ্ববিদ্যালয়ের কার্যাবলি

৬। University Grants Commission of Bangladesh Order, 1973 এর বিধানাবলি পরিপালন ইত্যাদি

৭। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, দায়িত্ব ও নিয়োগের শর্তাবলি

৮। আচার্য

৯। উপাচার্য

১০। উপাচার্যের কার্যাবলি ও দায়িত্ব

১১। উপউপাচার্য

১২। কোষাধ্যক্ষ

১৩। রেজিস্ট্রার

১৪। পরীক্ষা নিয়ন্ত্রক

১৫। সিন্ডিকেট

১৬। সিন্ডিকেটের সভা

১৭। সিন্ডিকেটের ক্ষমতা ও দায়িত্ব

১৮। একাডেমিক কাউন্সিল

১৯। একাডেমিক কাউন্সিলের দায়িত্ব ও কার্যাবলি

২০। অনুষদ

২১। বিভাগ

২২। ইনস্টিটিউট

২৩। বিজনেস ইনকিউবেটর

২৪। হল

২৫। বিশ্ববিদ্যালয়ের তহবিল

২৬। সংবিধি প্রণয়ন

২৭। বিধি প্রণয়ন

২৮। প্রবিধান প্রণয়ন

২৯। পরীক্ষা ও মূল্যায়ন, ইত্যাদি

৩০। বার্ষিক প্রতিবেদন

৩১। বার্ষিক হিসাব ও নিরীক্ষা

৩২। কর্তৃপক্ষের সদস্য হইবার ক্ষেত্রে বিধি-নিষেধ

৩৩। কমিটি গঠন

৩৪। কার্যধারার বৈধতা, ইত্যাদি

৩৫। অসুবিধা দূরীকরণ

৩৬। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ ইত্যাদি

তফসিল

Schedule