বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩

( ২০২৩ সনের ৫২ নং আইন )

Censorship of Films Act, 1963 রহিতক্রমে সময়োপযোগী করিয়া পুন:প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু দেশীয় চলচ্চিত্র শিল্পের সুরক্ষা, বিকাশ, সংরক্ষণ, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্রের স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব, চলচ্চিত্র শিল্পের সৃজনশীলতা তথা চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নে দেশীয় চলচ্চিত্র শিল্পের সুরক্ষা, বিকাশ, সংরক্ষণ, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রাখা, মুক্তিযুদ্ধের চেতনা সংহতকরণ, চলচ্চিত্র শিল্পের সৃজনশীলতা বৃদ্ধি; এবং

যেহেতু চলচ্চিত্রের কারিগরি মানোন্নয়ন, শৈল্পিক গুণাবলি বৃদ্ধি ও নির্মাণশৈলীসহ চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়ন, চলচ্চিত্র সার্টিফিকেশন সনদ প্রদান এবং সার্টিফিকেশনপ্রাপ্ত চলচ্চিত্র সুষ্ঠুভাবে প্রদর্শনের লক্ষ্যে Censorship of Films Act, 1963 (Act No. XVIII of 1963) রহিতক্রমে সময়োপযোগী করিয়া উহা পুন:প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। বোর্ডের গঠন

৪। বোর্ডের কার্যাবলি

৫। চলচ্চিত্রের সার্টিফিকেশন

৬। চলচ্চিত্র আমদানি ও রপ্তানি সার্টিফিকেশন

৭। প্রচার সামগ্রীর অনুমোদন

৮। সার্টিফিকেশন সাময়িক স্থগিতকরণ

৯। সার্টিফিকেশন বাতিল ও প্রচার সামগ্রী বাজেয়াপ্তকরণ

১০। পুনর্বিবেচনার আবেদন

১১। আপিল কমিটি

১২। আপিল

১৩। অপরাধ ও দণ্ড

১৪। কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটন

১৫। বিচার, ইত্যাদি

১৬। নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তীকালীন আদেশ জারি

১৭। যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ ও সার্টিফিকেশন

১৮। বাংলাদেশি চলচ্চিত্রে বিদেশি শিল্পী-কলাকুশলীদের অংশগ্রহণ এবং বিদেশে দৃশ্য ধারণ

১৯। বিধি প্রণয়নের ক্ষমতা

২০। রহিতকরণ ও হেফাজত

২১। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ