বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২৩

( ২০২৩ সনের ৫৩ নং আইন )

বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২২ রহিতক্রমে পেটেন্ট সংক্রান্ত বিষয়ের গুরুত্ব অনুধাবন করিয়া নূতনভাবে প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন

যেহেতু বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২২ (২০২২ সনের ০৫ নং আইন) রহিতক্রমে পেটেন্ট সংক্রান্ত বিষয়ের গুরুত্ব অনুধাবন করিয়া নূতনভাবে আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। অধিদপ্তর

৪। পেটেন্ট আবেদনের প্রাধিকারপ্রাপ্ত (entitled) ব্যক্তি

৫। সম্পূর্ণ বিশেষত্বনামার অগ্রাধিকার তারিখ (Priority date)

৬। পেটেন্ট সুরক্ষা বহির্ভূত বিষয়াদি

৭। পারমাণবিক শক্তি (Atomic Energy) সংক্রান্ত উদ্ভাবন পেটেন্টযোগ্য নহে

৮। পেটেন্ট আবেদনের পদ্ধতি

৯। অণুজীব (Microorganism) সম্পর্কিত আবেদন

১০। পেটেন্ট আবেদন প্রত্যাহার ও পুনরায় আবেদন

১১। আবেদন সংশোধন ও উদ্ভাবনের ঐক্য (Unity of innovation)

১২। আবেদন, বিশেষত্বনামা (Specification) বা মহাপরিচালকের নিকট দাখিলকৃত কোনো দলিল সংশোধন

১৩। জেলা জজ আদালতে দাখিলকৃত বিশেষত্বনামা (Specification) সংশোধন

১৪। মহাপরিচালকের আবেদন বিভাজন (Division) সংক্রান্ত ক্ষমতা

১৫। বিদেশি পেটেন্ট আবেদনের দলিলাদি সংক্রান্ত তথ্য

১৬। পেটেন্ট আবেদন দাখিলের তারিখ

১৭। আবেদন প্রকাশনা

১৮। জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট পেটেন্ট আবেদন

১৯। মঞ্জুরের পূর্বে আবেদনের বিরোধিতা (Opposition)

২০। পেটেন্টের বিরোধিতা (Opposition to patent)

২১। পেটেন্ট আবেদন পরীক্ষার অনুরোধ

২২। আবেদন পরীক্ষা

২৩। পেটেন্ট পরীক্ষার সময় অনুসন্ধান (Patent Searching)

২৪। পেটেন্ট মঞ্জুর (Granting), প্রত্যাখ্যান (Refusal) ও পরিবর্তন (Modification)

২৫। পেটেন্ট স্বত্বাধিকারীর অধিকার

২৬। পেটেন্টের তারিখ

২৭। পেটেন্ট ফরম, ব্যাপ্তি (Extent) ও কার্যকারিতা (Effect)

২৮। পেটেন্টের মেয়াদ, বাৎসরিক ফি ও পেটেন্ট পুনরুদ্ধার (Restoration)

২৯। বিশেষ শর্ত সাপেক্ষে পেটেন্ট মঞ্জুর

৩০। বায়োলজিক্যাল রিসোর্স এর অবৈধ ব্যবহারের ক্ষেত্রে পেটেন্ট হস্তান্তর

৩১। মালিকানা (Ownership) পরিবর্তন বা স্বত্বনিয়োগ (Assignment), লাইসেন্স চুক্তি, ইত্যাদি

৩২। পেটেন্ট বাতিলকরণ (Cancellation)

৩৩। পেটেন্ট রদ (Revocation)

৩৪। জনস্বার্থে (Public interest) পেটেন্ট প্রত্যাহার

৩৫। পেটেন্ট উদ্ভাবন কার্যকরকরণের ক্ষেত্রে প্রযোজ্য সাধারণ বিবেচনা (General principle)

৩৬। বাধ্যতামূলক লাইসেন্স (Compulsory licensing)

৩৭। বাধ্যতামূলক লাইসেন্স মঞ্জুরির প্রক্রিয়া

৩৮। প্রজ্ঞাপনের মাধ্যমে বাধ্যতামূলক লাইসেন্স

৩৯। পেটেন্টপ্রাপ্ত ফার্মাসিউটিক্যাল পণ্য রপ্তানির বাধ্যতামূলক লাইসেন্স

৪০। সরকার কর্তৃক উদ্ভাবন ব্যবহারের ক্ষমতা

৪১। বাধ্যতামূলক লাইসেন্স সম্পর্কিত অধিকতর বিধান (Additional provision)

৪২। ইউটিলিটি মডেল পেটেন্ট এর সংজ্ঞা ও এর সুরক্ষা বহির্ভূত বিষয়সমূহ

৪৩। ইউটিলিটি মডেল পেটেন্টের অন্যান্য শর্তাবলি

৪৪। পেটেন্ট অধিকার কার্যকরকরণ

৪৫। এখতিয়ার

৪৬। প্রমাণের দায়ভার (Burden of proof)

৪৭। নিষেধাজ্ঞা (Injunction)

৪৮। নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্রে আদালতের ক্ষমতার সীমাবদ্ধতা

৪৯। আদালতের প্রতিকার (Relief)

৫০। অধিকার লঙ্ঘনের (Infringement) মামলায় আত্মপক্ষ সমর্থন

৫১। (বৈজ্ঞানিক উপদেষ্টা (Scientific adviser)

৫২। প্রশাসনিক আদেশের বিরুদ্ধে আপিল, ইত্যাদি

৫৩। দেওয়ানি কার্যবিধির প্রয়োগ

৫৪। ক্ষতিপূরণ

৫৫। বিশেষ আদালত (Special court), আপিল, ইত্যাদি

৫৬। মহাপরিচালকের দেওয়ানি আদালতের ন্যায় কতিপয় ক্ষমতা

৫৭। করণিক ত্রুটি (Clerical error) সংশোধন ও সময় বৃদ্ধি

৫৮। সাক্ষ্যদান পদ্ধতি ও নিয়ন্ত্রকের ক্ষমতা

৫৯। ক্ষমতা প্রয়োগ

৬০। পেটেন্টপ্রাপ্ত পণ্যের সমান্তরাল আমদানি (Parallel importation)

৬১। পেটেন্টের বিশেষ বিধান

৬২। গবেষণার ব্যতিক্রমের (Research exception) কারণে অব্যাহতি ও অন্যান্য সীমাবদ্ধতা (limitation)

৬৩। নিবন্ধন বহি ও অনলাইন প্রকাশনা

৬৪। পেটেন্ট প্রতিনিধি

৬৫। তথ্য প্রকাশ

৬৬। পেটেন্ট স্বত্বাধিকারীর নিকট তথ্য চাওয়ার ক্ষেত্রে মহাপরিচালকের ক্ষমতা

৬৭। পেটেন্ট প্রতিনিধি নিবন্ধন বহি

৬৮। আদেশ (Order) জারি বা কৌশলপত্র (Strategy) প্রণয়ন

৬৯। অসুবিধা দূরীকরণ (Removal of difficulties)

৭০। বিধি প্রণয়নের ক্ষমতা

৭১। রহিতকরণ ও হেফাজত

৭২। ইংরেজিতে অনূদিত পাঠ