২০। অ্যান্টি- ডাম্পিং শুল্ক আরোপ
২১। কতিপয় ক্ষেত্রে কাউন্টারভেইলিং শুল্ক বা অ্যান্টি- ডাম্পিং শুল্ক আরোপণীয় নহে
২২। কাউন্টারভেইলিং অথবা অ্যান্টি- ডাম্পিং শুল্ক আরোপের বিরুদ্ধে আপিল
২৫। শুল্ক ও কর হইতে অব্যাহতি প্রদানের ক্ষমতা
২৭। শুল্কায়নের উদ্দেশ্যে পণ্যের কাস্টমস মূল্য (assessable value)
২৮। ক্ষতিগ্রস্ত, অবনতিপ্রাপ্ত, নিখোঁজ অথবা ধ্বংসপ্রাপ্ত পণ্যের শুল্ক হ্রাসকরণ
২৯। আমদানিকৃত স্পিরিট পরীক্ষা এবং পান করিবার অনুপযোগী (denature) করিবার ক্ষমতা
৩০। পণ্যের শুল্কহার, মূল্য এবং বিনিময় হার নির্ধারণের তারিখ
৩১। মূল্য এবং কার্যকর শুল্ক হার
৩২। শুল্ক, কর ও সুদ পরিশোধের সময়সীমা