কাস্টমস আইন, ২০২৩

( ২০২৩ সনের ৫৭ নং আইন )

১৬১। ব্যাগেজের ক্ষেত্রে এই অধ্যায়ের অপ্রযোজ্যতা

১৬২। উপকূলীয় পণ্যের এন্ট্রি

১৬৩। উপকূলীয় পণ্য সম্পর্কিত বিল ছাড় না হওয়া পর্যন্ত উহা বোঝাই না করা

১৬৪। গন্তব্যস্থলে উপকূলীয় পণ্যের ছাড়পত্র

১৬৫। উপকূলীয় নৌযানের বিদেশি বন্দর স্পর্শ করা সম্পর্কিত ঘোষণা

১৬৬। কার্গো বুক

১৬৭। কাস্টমস বন্দর অথবা উপকূলীয় বন্দর ব্যতীত অন্যত্র উপকূলীয় পণ্য বোঝাই অথবা খালাস না করা

১৬৮। প্রস্থানের পূর্বে উপকূলীয় নৌযান কর্তৃক লিখিত আদেশ গ্রহণ

১৬৯। উপকূলীয় পণ্যের ক্ষেত্রে এই আইনের কতিপয় বিধানের প্রয়োগ

১৭০। কতিপয় পণ্যের উপকূলীয় বাণিজ্য নিষিদ্ধ

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs