প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
একাদশ অধ্যায়
কার্গো খালাস এবং পণ্যের অন্তর্মুখী (inward) এন্ট্রি
৭৭। (১) কোনো কার্গো আগমনের সংবাদ অবহিতকরণের সময় হইতে কোনো কাস্টমস পদ্ধতির অধীন ন্যস্ত না করা পর্যন্ত, আমদানিকৃত পণ্য অস্থায়ী মজুদের অধীন বলিয়া গণ্য হইবে।
(২) পণ্যের কার্গো ঘোষণাই অস্থায়ী মজুদের ঘোষণা হইবে।