প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
একাদশ অধ্যায়
কার্গো খালাস এবং পণ্যের অন্তর্মুখী (inward) এন্ট্রি
৮০। ধারা ৮৮ এর বিধানকে ক্ষুণ্ন না করিয়া, অস্থায়ী মজুদে রক্ষিত পণ্য কেবল এইরূপে হ্যান্ডলিং করিতে হইবে যেন উক্ত পণ্যের বাহ্যিক বা কারিগরি বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন না হয়।