প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
চতুর্বিংশ অধ্যায়
কাস্টমস কর্মকর্তা কর্তৃক ক্ষমতা প্রয়োগ (enforcement)
২০২। (১) এই আইনের অধীন পণ্য বাজেয়াপ্ত ও জরিমানা আরোপের ক্ষেত্রে কাস্টমস কর্মকর্তাগণের অধিক্ষেত্র এবং ক্ষমতা হইবে নিম্নরূপ, যথা :-
টেবিল
নং |
মামলার প্রকৃতি |
কর্মকর্তাগণের পদবি |
অধিক্ষেত্র ও ক্ষমতা |
(১) |
(২) |
(৩) |
(৪) |
১। |
পণ্য বাজেয়াপ্তকরণ বা জরিমানা আরোপ অথবা উভয় ক্ষেত্রে ন্যায়নির্ণয়ন। |
কমিশনার অব কাস্টমস, কমিশনার অব কাস্টমস (বন্ড) এবং ডিরেক্টর জেনারেল (কাস্টমস রেয়াত ও প্রত্যর্পণ) |
পণ্যের মূল্য ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকার অধিক।
|
অ্যাডিশনাল কমিশনার অব কাস্টমস |
পণ্যের মূল্য অনধিক ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা। |
||
জয়েন্ট কমিশনার অব কাস্টমস |
পণ্যের মূল্য অনধিক ৩০ (ত্রিশ)লক্ষ টাকা। |
||
ডেপুটি কমিশনার অব কাস্টমস |
পণ্যের মূল্য অনধিক ২০ (বিশ)লক্ষ টাকা। |
||
অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস |
পণ্যের মূল্য অনধিক ১০ (দশ) লক্ষ টাকা। |
||
রাজস্ব কর্মকর্তা |
পণ্যের মূল্য অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা। |
||
২। |
কাস্টমস হাউস এবং কাস্টমস স্টেশনসমূহে কার্গো ঘোষণায় উল্লিখিত কোনো পণ্য পাওয়া না যাওয়া বা কম পাওয়ার ক্ষেত্রে ন্যায়নির্ণয়ণ, যাহাতে কেবল ধারা ১৭১ এর উপ- ধারা (১) এর টেবিলের কলাম (১) এর ক্রমিক নম্বর ১১ এর বিপরীতে, যথাক্রমে, কলাম (৩) ও (৪) এর এন্ট্রি (৩) এর অধীন জরিমানা আরোপণীয়। |
কাস্টমস হাউস অথবা, ক্ষেত্রমত, কাস্টমস স্টেশনে কার্গো ঘোষণার ছাড়করণের দায়িত্বে ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার অব কাস্টমস অথবা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস । |
পণ্যের মূল্য সীমাহীন। |
(২) উপ- ধারা (১) এ উল্লিখিত টেবিলে যাহা কিছুই থাকুক না কেন, বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনো বিশেষ কর্মকর্তার অথবা কোনো শ্রেণির কর্মকর্তার অধিক্ষেত্র এবং ক্ষমতা হ্রাস বা বৃদ্ধি করিতে পারিবে।
(৩) বোর্ড, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে ক্ষেত্রে উপ- ধারা (১) এর টেবিলে অধিক্ষেত্র এবং ক্ষমতা প্রদর্শিত হয় নাই, সেই ক্ষেত্রে যে কোনো কাস্টমস কর্মকর্তার উপর অধিক্ষেত্র নির্ধারণ এবং ক্ষমতা অর্পণ করিতে পারিবে।
1[(৪) উচ্চতর পদে চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উপ-ধারা (১) এর টেবিলে উল্লিখিত সংশ্লিষ্ট উচ্চতর পদের জন্য নির্ধারিত ন্যায়নির্ণয়ন ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন।]