নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আইন, ২০২৩

( ২০২৩ সনের ৫৮ নং আইন )

নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে প্রণীত আইন

যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অভিগমন দলিল (Instrument of Accession) দাখিল করিয়া নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হইয়াছে; এবং

যেহেতু চুক্তির বাস্তবায়নসহ ব্যাংকের সদস্য হিসাবে দায়-দায়িত্ব পালন এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল: -

সূচি

ধারাসমূহ