প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আইন, ২০২৩

( ২০২৩ সনের ৫৮ নং আইন )

সংজ্ঞা

২।  বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- 

(১) “চুক্তি” অর্থ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৫ জুলাই, ২০১৪ খ্রিষ্টাব্দ তারিখে সম্পাদিত Agreement on the New Development Bank;

(২) “ব্যাংক” অর্থ চুক্তির অধীন প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক; এবং

(৩) “তফসিল” অর্থ এই আইনের তফসিল।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs