প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৫। আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, তফসিলে উল্লিখিত চুক্তির বিধানাবলি বাংলাদেশে আইনের মর্যাদাসম্পন্ন হইবে:
তবে শর্ত থাকে যে, চুক্তির ANNEX এ বর্ণিত Articles of Agreement of the New Development Bank এর Article 34. Exemption from Taxation সংক্রান্ত বিধানের এইরূপ কোনো ব্যাখ্যা করা যাইবে না, যাহা-
(ক) ব্যাংক কর্তৃক কোনো প্রকার পণ্য শুল্কমুক্তভাবে আমদানি করা হইলে পরবর্তীতে কোনো নিয়ন্ত্রণ ব্যতীত বাংলাদেশে উহা বিক্রয়ের অধিকার বর্তায়; অথবা
(খ) বিক্রীত পণ্যের মূল্যের অংশ হিসাবে ব্যাংককে শুল্ক বা কর হইতে অব্যাহতি প্রদান করে বা প্রদত্ত সেবার মূল্যের অধিক হয়।