ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩

( ২০২৩ সনের ৫৯ নং আইন )

অর্থায়ন ব্যবসা পরিচালনাকারী ফাইন্যান্স কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, লাইসেন্স প্রদান, ব্যবস্থাপনা, নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা, আর্থিক কাঠামো সুসংগঠিতকরণ এবং সময়ের চাহিদা পূরণকল্পে আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ রহিতক্রমে যুগোপযোগী করিয়া পুনঃপ্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু অর্থায়ন ব্যবসা পরিচালনাকারী ফাইন্যান্স কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, লাইসেন্স প্রদান, ব্যবস্থাপনা, নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা, আর্থিক কাঠামো সুসংগঠিতকরণ এবং সময়ের চাহিদা পূরণকল্পে আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ২৭ নং আইন) রহিতক্রমে উহা যুগোপযোগী করিয়া পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। ফাইন্যান্স কোম্পানির লাইসেন্স

৫। ফাইন্যান্স কোম্পানির তালিকা প্রকাশ

৬। ব্যবসা কেন্দ্র, শাখা বা বুথ স্থাপন ও বিদ্যমান ব্যবসা স্থানান্তরের ক্ষেত্রে বাধা-নিষেধ

৭। লাইসেন্স বাতিলকরণ

৮। মূলধন ও সংবিধিবদ্ধ সঞ্চিতি সংরক্ষণ

৯। নগদ তহবিল ও তরল সম্পদ সংরক্ষণ

১০। ফাইন্যান্স কোম্পানির শেয়ার ধারণ ও হস্তান্তর

১১। অনাদায়ি মূলধন দায়যুক্তকরণে বাধা-নিষেধ

১২। সম্পদকে অনির্দিষ্ট দায়যুক্তকরণে বাধা-নিষেধ (Floating charge)

১৩। লভ্যাংশ (Dividend) প্রদানে বাধা-নিষেধ

১৪। পরিচালক পর্ষদ

১৫। পরিচালক নিয়োগ

১৬। পরিচালক পদের মেয়াদ

১৭। পরিচালক পদে শূন্যতা

১৮। প্রধান নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা নিয়োগে বাধা-নিষেধ

১৯। চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা অপসারণে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা

২০। পরিচালক পর্ষদ বাতিল

২১। ফাইন্যান্স কোম্পানির অর্থায়ন ব্যবসা, ইত্যাদি

২২। কতিপয় কার্যক্রমে বাধা-নিষেধ

২৩। ইসলামী শরীয়া ভিত্তিতে পরিচালিত ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য বিধান

২৪। আমানত গ্রহণে বাধা-নিষেধ

২৫। ঋণ বা অন্য কোনো আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে বাধা-নিষেধ

২৬। পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বাধা-নিষেধ

২৭। সাবসিডিয়ারি কোম্পানি গঠনে বাধা-নিষেধ

২৮। স্থাবর সম্পত্তি অর্জন ও ধারণে বাধা-নিষেধ

২৯। দেনাদার প্রতিষ্ঠানের পরিচালক

৩০। খেলাপী ঋণগ্রহীতা ও ইচ্ছাকৃত খেলাপী ঋণগ্রহীতা সম্পর্কিত বিধান

৩১। সুদ বা মুনাফা মওকুফে বাধা-নিষেধ

৩২। মন্দ বা কু-ঋণ অবলোপন সম্পর্কিত বিধান

৩৩। আর্থিক বিবরণী ও প্রতিবেদন

৩৪। নিরীক্ষা প্রতিবেদন দাখিল ও প্রদর্শন

৩৫। প্রকাশ্য স্থানে প্রদর্শন ও প্রকাশ

৩৬। পরিদর্শন

৩৭। নিরীক্ষা।

৩৮। বিবরণী, তথ্য সরবরাহ, ইত্যাদি

৩৯। বাংলাদেশ ব্যাংককে মানিলন্ডারিং ও সন্দেহজনক লেনদেন সম্পর্কে অবহিতকরণ

৪০। বাংলাদেশ ব্যাংকের তথ্য প্রকাশের ক্ষমতা

৪১। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, নির্দেশ বা বাধা-নিষেধ আরোপের ক্ষমতা

৪২। লাইসেন্সবিহীন অর্থায়ন ব্যবসার তথ্য তলব, ইত্যাদি

৪৩। ঘোষণা প্রদানের ক্ষমতা

৪৪। ঘোষণা প্রদানের ফলাফল

৪৫। লাইসেন্সবিহীন অর্থায়ন ব্যবসায় জড়িত ব্যক্তির সম্পদের নিয়ন্ত্রণ

৪৬। সম্পদ এবং দায় সংবলিত বিবৃতি দাখিল

৪৭। লাইসেন্সবিহীন অর্থায়ন ব্যবসা অবসায়ন

৪৮। প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ

৪৯। ফাইন্যান্স কোম্পানির অর্থায়ন ব্যবসা সাময়িক স্থগিতকরণ, পুনর্গঠন ও একত্রীকরণ

৫০। ফাইন্যান্স কোম্পানির স্বতঃপ্রণোদিত একত্রীকরণ ও পুনর্গঠন

৫১। আদালতের মাধ্যমে অবসায়ন

৫২। অবসায়ক নিযুক্তি ও অবসায়কের কার্যপদ্ধতি

৫৩। ফাইন্যান্স কোম্পানির স্বেচ্ছায় অবসায়ন

৫৪। ফাইন্যান্স কোম্পানি এবং পাওনাদারের মধ্যে আপোষ-নিষ্পত্তির ব্যবস্থা

৫৫। জরিমানা

৫৬। জরিমানা অন্য কোনো দায়কে ক্ষতিগ্রস্ত করিবে না

৫৭। জরিমানা আরোপ ও আদায় প্রক্রিয়া

৫৮। অপরাধ ও দণ্ড

৫৯। অপরাধের বিচার

৬০। অপরাধের আমলযোগ্যতা ও জামিনযোগ্যতা

৬১। আমানতকারীর প্রতিনিধি মনোনয়ন সংক্রান্ত বিধান

৬২। অদাবিকৃত অর্থ বা আমানত সংক্রান্ত বিধান

৬৩। ফাইন্যান্স কোম্পানির নাম পরিবর্তন

৬৪। ফাইন্যান্স কোম্পানির সংঘ-স্মারক ও সংঘবিধি পরিবর্তন

৬৫। কতিপয় ক্ষতিপূরণের দাবির ক্ষেত্রে বাধা-নিষেধ

৬৬। বিধি প্রণয়নের ক্ষমতা

৬৭। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৬৮। কতিপয় ক্ষেত্রে অব্যাহতি প্রদানের ক্ষমতা

৬৯। সরল বিশ্বাসে কৃত কার্য রক্ষণ

৭০। রহিতকরণ ও হেফাজত

৭১। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ