বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন, ২০২৩

( ACT NO. ৬৩ OF ২০২৩ )

Bangladesh Homoeopathic Practitioners Ordinance, 1983 রহিতক্রমে সময়োপযোগী করিয়া নূতনভাবে প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ১৪ নং আইন) দ্বারা ১৯৮২ সনের ২৪ মার্চ হইতে ১৯৮৬ সনের ১১ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সামরিক ফরমান দ্বারা জারিকৃত অধ্যাদেশসমূহের অনুমোদন ও সমর্থন সংক্রান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চতুর্থ তপশিলের ১৯ অনুচ্ছেদ বিলুপ্ত হইয়াছে এবং সিভিল আপিল নং ৪৮/২০১১ তে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত রায়ে সামরিক আইনকে অসাংবিধানিক ঘোষণাপূর্বক উহার বৈধতা প্রদানকারী সংবিধান (সপ্তম সংশোধন) আইন, ১৯৮৬ (১৯৮৬ সনের ১ নং আইন) বাতিল ঘোষিত হওয়ায় উক্ত অধ্যাদেশসমূহের কার্যকারিতা লোপ পাইয়াছে; এবং

যেহেতু ২০১৩ সনের ৭ নং আইন দ্বারা উক্ত অধ্যাদেশসমূহের মধ্যে কতিপয় অধ্যাদেশ কার্যকর রাখা হইয়াছে; এবং

যেহেতু উক্ত অধ্যাদেশসমূহের আবশ্যকতা ও প্রাসঙ্গিকতা পর্যালোচনা করিয়া আবশ্যক বিবেচিত অধ্যাদেশসমূহ সকল স্টেক-হোল্ডার ও সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগের মতামত গ্রহণ করিয়া প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে বাংলায় নূতন আইন প্রণয়ন করিবার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছে; এবং

যেহেতু সরকারের উপরি-বর্ণিত সিদ্ধান্তের আলোকে, Bangladesh Homoeopathic Practitioners Ordinance, 1983 (Ordinance No. XLI of 1983) রহিতক্রমে উহার বিধানাবলি বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে নূতন আইন প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

CONTENTS

SECTIONS

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। কাউন্সিল প্রতিষ্ঠা, ইত্যাদি

৫। কাউন্সিলের কার্যালয়

৬। কাউন্সিলের পরিচালনা ও প্রশাসন

৭। কাউন্সিলের দায়িত্ব ও কার্যাবলি

৮। গভর্নিং বডি

৯। প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট

১০। গভর্নিং বডির সভা

১১। নির্বাহী পরিষদ

১২। চেয়ারম্যান নিয়োগ

১৩। মনোনীত সদস্যগণের অযোগ্যতা ও অপসারণ

১৪। নির্বাহী পরিষদের দায়িত্ব ও কার্যাবলি

১৫। নির্বাহী পরিষদের সভা

১৬। চেয়ারম্যানের দায়িত্ব

১৭। রেজিস্ট্রার

১৮। কমিটি গঠন

১৯। হোমিওপ্যাথিক চিকিৎসকগণের নিবন্ধন, ইত্যাদি

২০। নিবন্ধন স্থগিত, বাতিল, নিবন্ধন বহি হইতে নাম কর্তন, ইত্যাদি

২১। হোমিওপ্যাথিক চিকিৎসকের তালিকা প্রকাশ

২২। নিবন্ধন বহি, ইত্যাদি সরকারি দলিল

২৩। ভর্তি ও চিকিৎসা শিক্ষা যোগ্যতা

২৪। পরীক্ষা

২৫। পরিদর্শন

২৬। হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

২৭। স্বীকৃতি বা অনুমোদন স্থগিত, প্রত্যাহার, ইত্যাদি

২৮। আপিল

২৯। কাউন্সিলের জবাবদিহিতা

৩০। ভূয়া ডিগ্রি, উপাধি, ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ

৩১। ব্যবস্থাপত্রে অ-অনুমোদিত ঔষধ লিখিবার দণ্ড

৩২। নিবন্ধন ব্যতীত চিকিৎসা পেশা পরিচালনা, ঔষধ প্রদান, মজুদ, বিক্রয়, ইত্যাদি

৩৩। অননুমোদিত ডিগ্রি বা সনদ ইস্যু, অনুকরণ, ইত্যাদি নিষিদ্ধ

৩৪। অপরাধের তদন্ত, বিচার, ইত্যাদি

৩৫। অপরাধের জামিনযোগ্যতা ও আপোষযোগ্যতা

৩৬। অর্থদণ্ড আরোপের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা

৩৭। মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর প্রয়োগ

৩৮। তহবিল

৩৯। কর্মচারী নিয়োগ, ইত্যাদি

৪০। বাজেট

৪১। হিসাবরক্ষণ ও নিরীক্ষা

৪২। বার্ষিক প্রতিবেদন

৪৩। বিধি প্রণয়নের ক্ষমতা

৪৪। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৪৬। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

৪৫। রহিতকরণ ও হেফাজত