আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩

( ২০২৩ সনের ৬৫ নং আইন )

ব্যাটালিয়ন আনসার আইন, ১৯৯৫ রহিতপূর্বক যুগোপযোগী করিয়া উহা পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন

যেহেতু বাংলাদেশের অভ্যন্তরীণ জননিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় সহায়তাকরণসহ এতদ্‌সংশ্লিষ্ট কার্যাবলি সম্পাদনে আনসার ব্যাটালিয়নকে আরও দক্ষ করিবার উদ্দেশ্যে ব্যাটালিয়ন আনসার আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ৪ নং আইন) রহিতপূর্বক যুগোপযোগী করিয়া উহা পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। আনসার ব্যাটালিয়ন গঠন

৫। আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর ও দপ্তর

৬। আনসার ব্যাটালিয়নের নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও পরিচালনা

৭। আনসার ব্যাটালিয়নের দায়িত্ব ও কার্যাবলি

৮। ব্যাটালিয়ন সদস্যের এখতিয়ার ও ক্ষমতা

৯। অস্ত্র ও গোলাবারুদ বহন

১০। কর্তৃপক্ষের আদেশ পালনে বাধ্যবাধকতা

১১। মহাপরিচালক

১২। মহাপরিচালক কর্তৃক ক্ষমতা অর্পণ

১৩। আনসার ব্যাটালিয়নের সদস্য ও জনবল

১৪। সংগঠন, মিডিয়া, সংবাদপত্র বা ব্যবসায় অংশগ্রহণের সীমাবদ্ধতা

১৫। শৃঙ্খলা ও আচরণ

১৬। বিভাগীয় কার্যধারা

১৭। বিভাগীয় কার্যধারায় আরোপযোগ্য দণ্ড

১৮। বিভাগীয় কার্যধারায় প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল

১৯। আনসার ব্যাটালিয়ন আদালত গঠন

২০। সংক্ষিপ্ত আনসার ব্যাটালিয়ন আদালতে বিচার্য অপরাধ ও দণ্ড

২১। বিশেষ আনসার ব্যাটালিয়ন আদালতে বিচার্য অপরাধ ও দণ্ড

২২। অপরাধ সংঘটনের সম্ভাবনার ক্ষেত্রে আটক

২৩। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল

২৪। আনসার ব্যাটালিয়ন আপিল আদালত গঠন

২৫। আনসার ব্যাটালিয়ন আদালত ও বিচার পদ্ধতি

২৬। আদালতের এখতিয়ার বারিত

২৭। দণ্ড কার্যকরকরণ

২৮। ব্যাটালিয়ন সদস্য কর্তৃক সংঘটিত অন্যান্য অপরাধ

২৯। পলাতক ব্যাটালিয়ন সদস্যের গ্রেপ্তার

৩০। বিধি প্রণয়নের ক্ষমতা

৩১। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৩২। তপশিল সংশোধনের ক্ষমতা

৩৩। রহিতকরণ ও হেফাজত

৩৪। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

তফসিল

Schedule