অফশোর ব্যাংকিং আইন, ২০২৪

( ২০২৪ সনের ০২ নং আইন )

সমসাময়িক আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার গতিবিধির সহিত সংগতি রাখিয়া অফশোর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণকল্পে প্রণীত আইন

যেহেতু সমসাময়িক আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার গতিবিধির সহিত সংগতি রাখিয়া অফশোর ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণকল্পে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল:—

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম এবং প্রবর্তন

২। সংজ্ঞা

৩। অফশোর ব্যাংকিং ব্যবসায় বাধা-নিষেধ

৪। লাইসেন্সের আবেদন

৫। অফশোর ব্যাংকিং কার্যক্রম আরম্ভ ও অবহিতকরণ

৬। অফশোর ব্যাংকিং ইউনিট শব্দ ব্যবহারে বিধিনিষেধ

৭। লাইসেন্স স্থগিত, বাতিল ইত্যাদি

৮। লাইসেন্স সমর্পণ

৯। লাইসেন্স স্থগিত, বাতিল বা সমর্পণ পরবর্তী কার্যক্রম বন্ধকরণ

১০। লাইসেন্স বাতিল বা সমর্পণ পরবর্তীকালে পুনঃআবেদন

১১। আমানত, ঋণ ও অগ্রিম বা বিনিয়োগ, ইত্যাদি কার্যক্রম পরিচালনা

১২। অফশোর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা সংক্রান্ত নীতিমালা

১৩। আন্তর্জাতিক ব্যাংক হিসাব পরিচালনা

১৪। কার্যাবলির সীমাবদ্ধভা

১৫। কর ও শুল্ক অব্যাহতি

১৬। নথিপত্র ও হিসাব নিরীক্ষা

১৭। নিরীক্ষক নিয়োগ

১৮। তথ্য ও দলিল দাখিল

১৯। পরিদর্শন

২০। আর্থিক বিবরণী বাংলাদেশ ব্যাংকে দাখিলে ব্যর্থতা

২১। মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রদান

২২। তথ্য প্রদানে অবহেলা বা বিলম্ব

২৩। আইনের অন্যান্য বিধান, তদধীন আদেশ ও বিধি লঙ্ঘন

২৪। জরিমানার অর্থ কর্তন

২৫। নির্দেশ জারি, নির্দেশনা প্রদান, নীতিমালা প্রণয়ন, ইত্যাদি

২৬। বিধি প্রণয়নের ক্ষমতা

২৭। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৮। অসুবিধা দূরীকরণ

২৯। হেফাজত

৩০। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

গেজেটেড অনুলিপি

অফশোর ব্যাংকিং আইন, ২০২৪