পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪

( ২০২৪ সনের ০৯ নং আইন )

পরিশোধ, নিকাশ এবং নিষ্পত্তি ব্যবস্থা সংহতকরণ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থ লেনদেনের ঝুঁকি হ্রাসকরণ ও গ্রাহক স্বার্থ সংরক্ষণ সম্পর্কিত বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন

যেহেতু পরিশোধ, নিকাশ এবং নিষ্পত্তি ব্যবস্থা সংহতকরণ, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থ লেনদেনের ঝুঁকি হ্রাসকরণ ও গ্রাহক স্বার্থ সংরক্ষণ সম্পর্কিত বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:—

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। অন্যান্য আইনের পরিপূরক

৪। অনুমোদন বা লাইসেন্স ব্যতীত পরিশোধ ব্যবস্থা পরিচালনা, পরিশোধ সেবা প্রদান, ইত্যাদিতে বাধা-নিষেধ

৫। অনুমোদন বা লাইসেন্স প্রদান

৬। পরিশোধ ব্যবস্থা

৭। পরিশোধ ব্যবস্থার মূলধন, মালিকানা ও পরিচালনা

৮। পরিশোধ ব্যবস্থায় সেবাদানের নিয়মাবলি

৯। আউটসোর্সিং (Outsourcing)

১০। এজেন্ট নিয়োগ, ইত্যাদি

১১। দায়বদ্ধতা

১২। নথিপত্র সংরক্ষণ

১৩। তথ্যের গোপনীয়তা

১৪। ফি

১৫। ব্যক্তি বা প্রতিষ্ঠান যাহার কার্যক্রমের মাধ্যমে পরিশোধ সেবা উদ্ভূত হইতে পারে এইরূপ ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচালনা, পরিশোধ সেবা প্রদান, ইত্যাদিতে বাধা-নিষেধ

১৬। অনুমোদন বা লাইসেন্স প্রদান

১৭। মূলধন, মালিকানা, পরিচালনা ও সেবাদানের নিয়মাবলি

১৮। সাধারণ ক্ষমতা

১৯। মানদণ্ড নির্ধারণের ক্ষমতা

২০। বাংলাদেশ ব্যাংকের পরিচালন ভূমিকা

২১। পরিদর্শন, নিরীক্ষা, তদারকি ও তদন্ত কার্যক্রম

২২। কমিটি

২৩। পরিশোধ নির্দেশ অনুমোদন ও প্রত্যাহার

২৪। অননুমোদিত পরিশোধ নির্দেশ কার্যকর হইবার প্রতিকার

২৫। নিষ্পত্তি কার্যক্রম

২৬। লেনদেন নিষ্পত্তিকরণ

২৭। পরিশোধের সহ-জামানত এবং দায় নিষ্পত্তি

২৮। চেক, ইত্যাদি

২৯। আন্তঃব্যাংক ইলেকট্রনিক তহবিল স্থানান্তর ব্যবস্থা পরিচালনা

৩০। ইলেকট্রনিক মুদ্রা ইস্যুকরণ ও উহার ব্যবস্থাপনা

৩১। প্রশাসক নিয়োগ

৩২। স্বেচ্ছায় অবসায়নে বাধা-নিষেধ

৩৩। পরিশোধ কার্যক্রমে বাধা-নিষেধ

৩৪। অবসায়নের ক্ষেত্রে লেনদেনের নিষ্পত্তি

৩৫। অবসায়কের দায়িত্ব

৩৬। অবসায়নকালে গ্রাহকের অগ্রাধিকার

৩৭। দণ্ড

৩৮। ব্যাংক-কোম্পানি বা কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটন

৩৯। অপরাধের আমলযোগ্যতা, জামিনযোগ্যতা ও আপসযোগ্যতা

৪০। অপরাধের বিচার, ইত্যাদি

৪১। বাংলাদেশ ব্যাংক কর্তৃক জরিমানা আরোপের ক্ষমতা

৪২। বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালক, প্রধান নির্বাহী ও অন্যান্য কর্মকর্তাকে অপসারণের ক্ষমতা

৪৩। আইনের অতিরাষ্ট্রিক (Extraterritorial) প্রয়োগ

৪৪। বিরোধ নিষ্পত্তি

৪৫। অদাবিকৃত স্থিতি

৪৬। ক্রান্তিকালীন বিধান

৪৭। অস্পষ্টতা দূরীকরণ

৪৮। বিধি প্রণয়ন

৪৯। প্রবিধান প্রণয়ন

৫০। হেফাজত

৫১। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ