প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
International Crimes (Tribunals) Act, 1973 অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ
যেহেতু International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) সময়োপযোগী করার লক্ষ্যে উক্ত আইন অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং
যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;
সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:—
১। (১) এই অধ্যাদেশ International Crimes (Tribunals) (Amendment) Ordinance, 2024 নামে অভিহিত হইবে।
(২) ইহা ৬ জানুয়ারি ২০০৯ তারিখে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে।