প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ০৩ নং অধ্যাদেশ )

আপীল বিভাগের বিচারক নিয়োগ বিষয়ক সুপারিশ

সংবিধানের অনুচ্ছেদ ৯৫ এর আওতায় আপীল বিভাগের বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে, এই অধ্যাদেশের অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, কাউন্সিল

() আপীল বিভাগে নিয়োগযোগ্য বিচারকের শূন্যপদের সংখ্যার আলোকে হাইকোর্ট বিভাগে কর্মরত জ্যেষ্ঠ বিচারকদের যোগ্যতা নিরূপণের উদ্দেশ্যে ধারা এর উপ-ধারা () উপ-ধারা () এর দফা () এবং সংশ্লিষ্ট বিধানাবলিতে উল্লিখিত বিষয়াদি বিবেচনা করিবে;

(দফা () বর্ণিত তথ্যাদি বিবেচনাপূর্বক ধারা এর উপ-ধারা () এর অধীন নির্ধারিত নিয়োগযোগ্য বিচারকের সংখ্যার অতিরিক্ত যুক্তিসংগত সংখ্যক নামসহ একটি তালিকা ধারা এর উপ-ধারা () অনুসারে সুপারিশ আকারে প্রণয়ন করিবে


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs