International Crimes (Tribunals) Act, 1973 অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ
যেহেতু International Crimes (Tribunals) Act, 1973 (Act No. XIX of 1973) অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং
যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;
সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:—
সূচি
ধারাসমূহ
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
২। Act No. XIX of 1973 এর section 4 এর সংশোধন
৩। Act No. XIX of 1973 এর section 8 এর সংশোধন
8। Act No. XIX of 1973 এর section 9 এর সংশোধন
৫। Act No. XIX of 1973 এর section 11 এর সংশোধন
৬। Act No. XIX of 1973 এর section 12 এর সংশোধন
৭। Act No. XIX of 1973 এর section 19 এর সংশোধন
International Crimes (Tribunals) (Amendment) Ordinance, 2025 |