প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
৭। (১) শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (২০১৮ সনের ০৯ নং আইন) এর—
(ক) সর্বত্র উল্লিখিত "শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়” শব্দগুলির পরিবর্তে "নেত্রকোণা বিশ্ববিদ্যালয়” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং
(খ) ধারা ৩ এর উপ-ধারা (১) এ উল্লিখিত "Sheikh Hasina University" শব্দগুলির পরিবর্তে "Netrokona University" শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।
(২) এই অধ্যাদেশ প্রবর্তনের সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ এর অধীন প্রণীত কোনো বিশ্ববিদ্যালয় বিধি, সংবিধি, প্রবিধান, অধ্যাদেশ, বিধান বা অন্য কোনো আইনগত দলিল, জারীকৃত কোনো আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা সম্পাদিত কোনো দলিলে উল্লিখিত "শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়” শব্দগুলির পরিবর্তে "নেত্রকোণা বিশ্ববিদ্যালয়” শব্দগুলি, প্রয়োজনীয় অভিযোজনসহ, প্রতিস্থাপিত হইবে।