সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ১৭ নং অধ্যাদেশ )

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সরকারি হিসাব নিরীক্ষা সংক্রান্ত বিধান যথাযথভাবে বাস্তবায়ন, সরকারি অর্থ প্রাপ্তি ও ব্যয়ের ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের হিসাব নিরীক্ষা কার্যক্রম সংক্রান্ত বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত

অধ্যাদেশ

যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৮ অনুচ্ছেদ অনুযায়ী মহা হিসাব-নিরীক্ষক কর্তৃক প্রজাতন্ত্রের সরকারি হিসাব, সকল আদালত, সরকারি কর্তৃপক্ষ ও কর্মচারীর সরকারি হিসাব নিরীক্ষা ও রিপোর্টদানের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহার যথাযথভাবে নিশ্চিতকরণের লক্ষ্যে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং

যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে সরকারি হিসাব নিরীক্ষা সংক্রান্ত বিধান যথাযথভাবে বাস্তবায়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক হিসাব নিরীক্ষা কার্যক্রম সংক্রান্ত বিষয়ে বিধান প্রণয়ন করা আবশ্যক; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন, যথা:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। Act No. 24 of 1974 এর অতিরিক্ততা

৪। মহা হিসাব-নিরীক্ষকের ক্ষমতা

৫। ব্যয় ও পরিশোধ সংক্রান্ত হিসাব নিরীক্ষা

৬। রাজস্ব ও প্রাপ্তি সংক্রান্ত হিসাব নিরীক্ষা

৭। ভান্ডার ও মজুত সংক্রান্ত হিসাব নিরীক্ষা

৮। সম্পদ ও দায় সংক্রান্ত হিসাব নিরীক্ষা।

৯। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব সংক্রান্ত হিসাব নিরীক্ষা

১০। বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থায় প্রদত্ত সরকারি অর্থের বিষয়ে হিসাব নিরীক্ষা কার্যক্রম

১১। মিতব্যয়িতা, দক্ষতা এবং ফলপ্রসূতা হিসাব নিরীক্ষা

১২। গোপনীয়তা ও নিরাপত্তা

১৩। বার্ষিক কর্মকৃতি (Performance), ইত্যাদি

১৪। অভিযোগ ও প্রতিকার, ইত্যাদি

১৫। বিশেষজ্ঞ নিযুক্তি

১৬। আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা

১৭। চুক্তি সম্পাদন, ইত্যাদি

১৮। মহা হিসাব-নিরীক্ষকের প্রতিবেদন, ইত্যাদি

১৯। বিধি প্রণয়নের ক্ষমতা

২০। ইংরেজিতে অনুদিত পাঠ প্রকাশ