গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সরকারি হিসাব নিরীক্ষা সংক্রান্ত বিধান যথাযথভাবে বাস্তবায়ন, সরকারি অর্থ প্রাপ্তি ও ব্যয়ের ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের হিসাব নিরীক্ষা কার্যক্রম সংক্রান্ত বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত
অধ্যাদেশ
যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৮ অনুচ্ছেদ অনুযায়ী মহা হিসাব-নিরীক্ষক কর্তৃক প্রজাতন্ত্রের সরকারি হিসাব, সকল আদালত, সরকারি কর্তৃপক্ষ ও কর্মচারীর সরকারি হিসাব নিরীক্ষা ও রিপোর্টদানের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহার যথাযথভাবে নিশ্চিতকরণের লক্ষ্যে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং
যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে সরকারি হিসাব নিরীক্ষা সংক্রান্ত বিধান যথাযথভাবে বাস্তবায়ন এবং জাতীয় ও আন্তর্জাতিক হিসাব নিরীক্ষা কার্যক্রম সংক্রান্ত বিষয়ে বিধান প্রণয়ন করা আবশ্যক; এবং
যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;
সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন, যথা:-
সূচি
ধারাসমূহ
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
৩। Act No. 24 of 1974 এর অতিরিক্ততা
৪। মহা হিসাব-নিরীক্ষকের ক্ষমতা
৫। ব্যয় ও পরিশোধ সংক্রান্ত হিসাব নিরীক্ষা
৬। রাজস্ব ও প্রাপ্তি সংক্রান্ত হিসাব নিরীক্ষা
৭। ভান্ডার ও মজুত সংক্রান্ত হিসাব নিরীক্ষা
৮। সম্পদ ও দায় সংক্রান্ত হিসাব নিরীক্ষা।
৯। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব সংক্রান্ত হিসাব নিরীক্ষা
১০। বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থায় প্রদত্ত সরকারি অর্থের বিষয়ে হিসাব নিরীক্ষা কার্যক্রম
১১। মিতব্যয়িতা, দক্ষতা এবং ফলপ্রসূতা হিসাব নিরীক্ষা
১৩। বার্ষিক কর্মকৃতি (Performance), ইত্যাদি
১৪। অভিযোগ ও প্রতিকার, ইত্যাদি
১৬। আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা
১৮। মহা হিসাব-নিরীক্ষকের প্রতিবেদন, ইত্যাদি
২০। ইংরেজিতে অনুদিত পাঠ প্রকাশ
সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, ২০২৫ |