ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৬১ নং অধ্যাদেশ )

কোনো ব্যক্তির ব্যক্তিগত উপাত্ত তাহার মালিকানাধীন গণ্য করিয়া উহা সুরক্ষিত রাখিবার ব্যবস্থা গ্রহণ এবং ইহার সহিত সম্পর্কিত ও আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত

অধ্যাদেশ

যেহেতু কোনো ব্যক্তির ব্যক্তিগত উপাত্ত তাহার মালিকানাধীন গণ্য করিয়া তাহার সম্মতিতে আইনসম্মতভাবে প্রক্রিয়াকরণ সম্পর্কিত বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং

যেহেতু ব্যক্তিগত উপাত্ত প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ব্যক্তির মৌলিক অধিকার, বিশেষত উপাত্তের গোপনীয়তা, বিশ্বস্ততা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ ন্যায্যতা, আন্তঃপরিবাহিতা, ডিজিটাল অর্থনীতির সম্ভাবনা সুরক্ষিত করা এবং দায়িত্বশীল উদ্ভাবনকে উৎসাহিত করা প্রয়োজন; এবং

যেহেতু উপরিউক্ত প্রক্রিয়াকরণ আইনসম্মতভাবে পরিচালনা ও নিরীক্ষার ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উপাত্ত-জিম্মাদার ও প্রক্রিয়াকারীর উপর অর্পিত দায়িত্ব পালন ও প্রতিকার নিশ্চিত করা প্রয়োজন; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন

২। সংজ্ঞা।

৩। অধ্যাদেশের প্রাধান্য

৪। অধ্যাদেশের অতিরাষ্ট্রিক প্রয়োগ

৫। ব্যক্তিগত উপাত্ত প্রক্রিয়াকরণের বৈধ ভিত্তি

৬। ব্যক্তিগত উপাত্ত অধিকতর প্রক্রিয়াকরণের শর্ত

৭। সংবেদনশীল ব্যক্তিগত উপাত্ত প্রক্রিয়াকরণের শর্ত

৮। প্রক্রিয়াকারী কর্তৃক উপাত্ত প্রক্রিয়াকরণের পদ্ধতি

৯। শিশু বা সম্মতি প্রদানে সক্ষম নহে এমন ব্যক্তিসম্পর্কিত ব্যক্তিগত উপাত্ত প্রক্রিয়াকরণ

১০। উপাত্তধারী কর্তৃক ব্যক্তিগত উপাত্তে অধিকার প্রয়োগের সাধারণ শর্তাবলি

১১। প্রবেশাধিকার ও বহনযোগ্যতার (portability) অধিকার

১২। উপাত্ত পরিমার্জন, হালনাগাদকরণ ও সম্পূর্ণকরণের অধিকার

১৩। সম্মতি প্রত্যাহার, প্রক্রিয়াকরণে আপত্তি এবং ফলাফল

১৪। সংশোধন, সম্পূর্ণকরণ এবং অপসারণ করিবার পদ্ধতিগত সঞ্চালন (system-wide propagation)

১৫। জবাবদিহি ও স্বচ্ছতা

১৬। ব্যক্তিগত উপাত্তের গোপনীয়তা

১৭। ব্যক্তিগত উপাত্তের সুরক্ষা ও নিরাপত্তা বিধানের মানদণ্ড

১৮। ব্যক্তিগত উপাত্ত ধারণের (retention) শর্তাদি

১৯। রেকর্ডপত্র সংরক্ষণ

২০। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা চ্যুতি (Breach)

২১। উপাত্ত নিরীক্ষা

২২। উপাত্ত সুরক্ষা পরিকল্পনা

২৩। প্রধান উপাত্ত কর্মকর্তা (Chief Data Officer)

২৪। অব্যাহতি

২৫। কর্তৃপক্ষের কার্যাবলি

২৬। কর্তৃপক্ষের ক্ষমতা

২৭। সাধারণ পরিচালন পদ্ধতি (Standard operating Procedure) প্রণয়ন

২৮। কর্তৃপক্ষের নির্দেশ প্রদানের ক্ষমতা

২৯। ব্যক্তিগত উপাত্তের শ্রেণিবিন্যাস

৩০। দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং আন্তঃসীমান্ত সহযোগিতা

৩১। অভিযোগ দায়ের

৩২। উপাত্তধারীর অধিকার লঙ্ঘিত হইলে প্রশাসনিক জরিমানা

৩৩। উপাত্তের যথাযথ সুরক্ষা ও নিরাপত্তা প্রদানে ব্যর্থতার প্রতিকার

৩৪। প্রশাসনিক জরিমানা নির্ধারণে কতিপয় বিবেচ্য বিষয়

৩৫। ক্ষতিপূরণ আদায়।

৩৬। সম্মতি বা আইনগত ভিত্তি ব্যতীত উপাত্তের প্রক্রিয়াকরণ বা প্রকাশ

৩৭। সংবেদনশীল ব্যক্তিগত উপাত্তের অননুমোদিত প্রক্রিয়াকরণ

৩৮। শিশুদের ব্যক্তিগত উপাত্ত অবৈধভাবে সংগ্রহ বা ব্যবহার

৩৯। ব্যক্তিগত উপাত্তে অননুমোদিতভাবে প্রবেশ, হস্তক্ষেপ (interception) বা অভিগ্রহণ (extraction)

৪০। প্রতারণার মাধ্যমে সম্মতি গ্রহণ

৪১। অফিসিয়াল বা পেশাগত দায়িত্ব পালনের সময় সংগৃহীত ব্যক্তিগত উপাত্তের অপব্যবহার বা প্রকাশ (disclosure)

৪২। ব্যক্তিগত উপাত্তে বেআইনি টেম্পারিং, বিনষ্টকরণ, ইত্যাদি

৪৩। সম্মতি প্রত্যাহার বা বৈধ ধারণ মেয়াদ শেষ হইবার পরেও ব্যক্তিগত উপাত্তের অব্যাহত ব্যবহার বা প্রক্রিয়াকরণ

৪৪। অপরাধ সংঘটনে সহায়তাকারীর দণ্ড

৪৫। বিচার

৪৬। অপরাধের আপোষযোগ্যতা ও জামিনযোগ্যতা

৪৭। সরকারি বা সংবিধিবদ্ধ সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃক বিধান লঙ্ঘনের প্রতিকার

৪৮। কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটন

৪৯। কতিপয় ক্ষেত্রে সরকারের নির্দেশ প্রদানের ক্ষমতা

৫০। প্রতিবেদন ইত্যাদি

৫১। এই অধ্যাদেশ কার্যকর হইবার পূর্বে প্রক্রিয়াকৃত ব্যক্তিগত উপাত্ত সম্পর্কে অনুসরণীয় বিধান

৫২। বিধি প্রণয়নের ক্ষমতা

৫৩। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৫৪। জরুরি প্রয়োজনে কর্তৃপক্ষ বা সরকারের আদেশ জারির ক্ষমতা

৫৫। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ