গণভোট অধ্যাদেশ, ২০২৫

( ২০২৫ সনের ৬৭ নং অধ্যাদেশ )

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুসারে সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রহিয়াছে কি না তাহা যাচাইয়ের জন্য গণভোটের বিধান প্রণয়নকল্পে প্রণীত

অধ্যাদেশ

যেহেতু ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে জুলাই জাতীয় সনদ ২০২৫ এ সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রহিয়াছে কি না তাহা যাচাইয়ের জন্য গণভোটে উপস্থাপন করিবার লক্ষ্যে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ প্রণয়ন ও জারি করা হইয়াছে;

যেহেতু জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুসারে গণভোট অনুষ্ঠানের জন্য আইন প্রণয়নের নির্দেশনা রহিয়াছে;

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন, যথা:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। গণভোটের প্রশ্ন

৪। ভোটকেন্দ্র

৫। রিটার্নিং অফিসার নিয়োগ

৬। প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ

৭। ভোটার ও ভোটার তালিকা

৮। গণভোট গ্রহণের সময়

৯। মুলতবি ভোটগ্রহণ

১০। গোপন ব্যালটের মাধ্যমে গণভোট গ্রহণ

১১। ভোটদান পদ্ধতি

১২। ব্যালট বাক্স

১৩। ভোট কেন্দ্রে প্রবেশ, ভোট কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা ও নষ্ট বা বাতিল ব্যালট পেপার

১৪। ভোটগ্রহণ সমাপ্তির পর অনুসরণযোগ্য পদ্ধতি

১৫। ফলাফল একীভূতকরণ

১৬। ফলাফল একীভূতকরণ ও ঘোষণা।

১৭। পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ

১৮। কমিশনের আদেশ জারি করিবার ক্ষমতা

১৯। নির্বাচন কমিশনের পরিপত্র জারি করার ক্ষমতা

২০। কমিশনকে সহায়তা প্রদান

২১। অপরাধ, দণ্ড ও বিচার পদ্ধতি

২২। দায়মুক্তি

২৩। বিধি প্রণয়ন

গেজেটেড অনুলিপি

গণভোট অধ্যাদেশ, ২০২৫