Registration Act, 1908 এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত
অধ্যাদেশ
যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে Registration Act, 1908 (Act No. XVI of 1908) এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয়; এবং
যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;
সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-
সূচি
ধারাসমূহ
১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন
২। Act No. XVI of 1908 এর section 17A এর সংশোধন
৩। Act No. XVI of 1908 এর section 26 এর সংশোধন
৪। Act No. XVI of 1908 এর section 52A এর সংশোধন
৫। Act No. XVI of 1908 এর section 68 এর সংশোধন
৬। Act No. XVI of 1908 এর section 72 এর সংশোধন
৭। Act No. XVI of 1908 এর section 73 এর সংশোধন
৮। Act No. XVI of 1908 এর section 74 এর সংশোধন
৯। Act No. XVI of 1908 এ নূতন PART XIIA section 77A এর সন্নিবেশ
১০। Act No. XVI of 1908 এর section 80 এর প্রতিস্থাপন
| Registration (Amendment) Ordinance, 2026 |