আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৬

( ২০২৬ সনের ০৭ নং অধ্যাদেশ )

আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত

অধ্যাদেশ

যেহেতু নিম্নবর্ণিত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ (২০০০ সনের ৬ নং আইন) এর অধিকতর সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয়; এবং

যেহেতু সংসদ ভাঙ্গিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে;

সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিলেন:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। ২০০০ সনের ৬ নং আইনের পূর্ণ শিরোনাম ও প্রস্তাবনা সংশোধন

৩। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ২ এর সংশোধন

৪। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ৩ এর প্রতিস্থাপন

৫। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ৪ এর প্রতিস্থাপন

৬। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ৫ এর প্রতিস্থাপন

৭। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ৬ এর প্রতিস্থাপন

৮। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ৭ এর প্রতিস্থাপন

৯। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ৮ এর প্রতিস্থাপন

১০। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ৮ক এর সংশোধন

১১। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ৮খ এর প্রতিস্থাপন

১২। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ৯ এর সংশোধন

১৩। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ১০ এর প্রতিস্থাপন

১৪। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ১১ এর প্রতিস্থাপন

১৫। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ১২ এর সংশোধন

১৬। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ১২ক এর সংশোধন

১৭। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ১৩ এর প্রতিস্থাপন

১৮। ২০০০ সনের ৬ নম্বর আইনের ধারা ১৩ক এর প্রতিস্থাপন

১৯। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ১৪ এর প্রতিস্থাপন

২০। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ১৪ক এর প্রতিস্থাপন

২১। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ১৫ এর সংশোধন

২২। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ১৫ক এর সংশোধন

২৩। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ১৫খ এর সন্নিবেশ

২৪। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ১৬ এর প্রতিস্থাপন

২৫। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ১৭ এর সংশোধন

২৬। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ১৮ এর সংশোধন

২৮। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ২০ এর প্রতিস্থাপন

২৯। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ২১ক এর সংশোধন

২৯। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ২১ এর প্রতিস্থাপন

৩০। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ২১ঙ এর সংশোধন

৩১। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ২২ এর প্রতিস্থাপন

৩২। ২০০০ সনের ৬ নং আইনের ধারা ২৪ এর সংশোধন

৩৩। ২০০০ সনের ৬ নং আইনের তফসিল এর সংশোধন

৩৪। বিশেষ বিধান