Print View

[Section Index]

ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০

( ACT NO. ৩৭ OF ১৯৮০ )

বিশ্ববিদ্যালয়ের অফিসারগণ
৯। বিশ্ববিদ্যালয়ের নিম্নরূপ অফিসারগণ থাকিবেনঃ-
 
(ক) ভাইস-চ্যান্সেলর,
 
1[ (কক) প্রো-ভাইস-চ্যান্সেলর;]
 
(খ) কোষাধ্যক্ষ,
 
(গ) রেজিস্ট্রার,
 
(ঘ) ডীন,
 
(ঙ) কন্ট্রোলার অফ একজামিনেশনস্‌,
 
(চ) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের অফিসার হিসাবে ঘোষিত অন্য যে কোন অফিসার।

  • 1
    দফা (কক) ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ১৫ নং আইন) এর ১০ ধারাবলে সন্নিবেশিত যাহা ১৩ এপ্রিল, ১৯৯৯ তারিখ হইতে কার্যকর।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs