Print View

[Section Index]

ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০

( ACT NO. ৩৭ OF ১৯৮০ )

বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ
 
১৮। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নিম্নরূপ হইবেঃ-
 
(ক) সিন্ডিকেট;
 
(খ) 1[ একাডেমিক] কাউন্সিল;
 
2[ (খখ) মাদ্রাসা সংক্রান্ত একাডেমিক কমিটি;]
 
(গ) ফ্যাকালটিস;
 
(ঘ) পাঠক্রমের কমিটিসমূহ;
 
3[ (ঘঘ) কারিকুলাম কমিটি;]
 
(ঙ) বোর্ডস্ অব এ্যাডভান্সড্ স্টাডিজ;
 
(চ) অর্থ-কমিটি;
 
(ছ) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি;
 
(জ) নির্বাচন বোর্ড;
 
(ঝ) সংবিধি কর্তৃক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলিয়া ঘোষিত অন্য যে কোন কর্তৃপক্ষ।

  • 1
    "একাডেমিক" শব্দটি "অ্যাকাদেমী" শব্দটির পরিবর্তে ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ১৫ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  • 2
    দফা (খখ) ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ১৫ নং আইন) এর ১৩(ক) ধারাবলে সনি্নবেশিত যাহা ১১ অক্টোবর, ২০০৬ তারিখ হইতে কার্যকর।
  • 3
    দফা (ঘঘ) ইসলামী বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১০ (২০১০ সনের ১৫ নং আইন) এর ১৩(খ) ধারাবলে সন্নিবেশিত যাহা ১১ অক্টোবর, ২০০৬ তারিখ হইতে কার্যকর।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs