বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ
১৮। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নিম্নরূপ হইবেঃ-
(ক) সিন্ডিকেট;
(খ) [ একাডেমিক] কাউন্সিল;
[ (খখ) মাদ্রাসা সংক্রান্ত একাডেমিক কমিটি;]
(গ) ফ্যাকালটিস;
(ঘ) পাঠক্রমের কমিটিসমূহ;
[ (ঘঘ) কারিকুলাম কমিটি;]
(ঙ) বোর্ডস্ অব এ্যাডভান্সড্ স্টাডিজ;
(চ) অর্থ-কমিটি;
(ছ) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি;
(জ) নির্বাচন বোর্ড;
(ঝ) সংবিধি কর্তৃক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলিয়া ঘোষিত অন্য যে কোন কর্তৃপক্ষ।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs