বিশ্ববিদ্যালয় কর্মকর্তা
৯। বিশ্ববিদ্যালয়ে নিম্নরূপ কর্মকর্তা থাকিবে :-
(ক) চ্যান্সেলর;
(খ) ভাইস-চ্যান্সেলর;
(গ) প্রো-ভাইস-চ্যান্সেলর;
(ঘ) কোষাধ্যক্ষ;
(ঙ) স্কুলের ডীন;
(চ) রেজিষ্ট্রার;
(ছ) মহাবিদ্যালয় পরিদর্শক;
(জ) গ্রন্থাগারিক;
(ঝ) প্রোক্টর;
(ঞ) হিসাব পরিচালক;
(ট) পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক;
(ঠ) ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক;
(ড) পরীৰা নিয়ন্ত্রক;
(ঢ) বিশ্ববিদ্যালয় প্রকৌশলী;
(ণ) চিকিৎসা কর্মকর্তা;
(ত) শরীর চর্চা পরিচালক;
(থ) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে ঘোষিত অন্যান্য কর্মকর্তা।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs