প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭

( ১৯৮৭ সনের ১৫ নং আইন )

বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ প্রণয়ন
৪১। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সিন্ডিকেট কর্তৃক প্রণীত হইবে :
 
 
 
 
তবে শর্ত তাকে যে, নিম্নবর্ণিত বিষয়ে একাডেমিক কাউন্সিলের সুপারিশ ব্যতীত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ প্রণয়ন করা যাইবে না, যথা :-
 
 
 
 
(ক) শিক্ষা ডিসিপ্লিন প্রতিষ্ঠা;
 
 
(খ) বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রেজিষ্ট্রেশন;
 
 
 
 
(গ) বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত পরীক্ষাসমূহের সমতা;
 
 
 
 
(ঘ) ছাত্রদের বসবাসের শর্তাবলী;
 
 
 
 
(ঙ) পরীক্ষা পরিচালনা;
 
 
 
 
(চ) পরীক্ষকের নিয়োগ পদ্ধতি;
 
 
 
 
(ছ) ফেলোশীপ ও বৃত্তির প্রবর্তন;
 
 
 
 
(জ) বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সকল ডিগ্রী, ডিপ্লোমা ও সার্টিফিকেটের জন্য পাঠ্যসূচী প্রণয়ন ও পাঠ্যক্রম নির্ধারণ;
 
 
(ঝ) বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি এবং তাহাদের তালিকাভূক্তি;
 
 
 
 
(ঞ) বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী, সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্সে ভর্তি, উহার বিভিন্ন পরীক্ষায় অংশ গ্রহণের এবং উহার ডিগ্রী, সার্টিফিকেট ও ডিপ্লোমা পাওয়ার যোগ্যতার শর্তাবলী।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs