দণ্ড
[১৫০৷ (১) এই আইনের অধীন যে সকল অপরাধের জন্য কোন দণ্ডের উল্লেখ উহাতে স্পষ্টভাবে নাই তজ্জন্য দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করা যাইবে, এবং এই অপরাধ যদি অনবরতভাবে ঘটিতে থাকে তাহা হইলে প্রথম দিনের অপরাধের পর পরবর্তী প্রত্যেক দিনের জন্য অপরাধীকে অতিরিক্ত অনধিক পাঁচ শত টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করা যাইবে৷
(২) যদি কোন ব্যক্তি এই আইনের অধীন কোন অপরাধের জন্য দ্বিতীয়বার অপরাধী বলিয়া সাব্যস্ত হয় তাহা হইলে সেই ব্যক্তি অন্যুন ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড, বা অনূর্ধ পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷
(৩) যদি কোন ব্যক্তি তৃতীয় তফসিলের ক্রমিক ৩, ১৪, ১৯, ২৪, ৪৪ বা ৫০ এ বিধৃত কোন অপরাধের জন্য অপরাধী বলিয়া সাব্যস্ত হয় তাহা হইলে অপরাধী সাব্যস্তকারী আদালত প্রধান নির্বাহী কর্মকর্তা বা ১৫১ ধারায় উল্লিখিত কোন ব্যক্তির আবেদনক্রমে-
(ক) লাইসেন্স বা অনুমতি ব্যতিরেকে কোন কাজ সম্পাদন বন্ধ করার,
(খ) বিপদজনক বা ক্ষতিকর ব্যবসা বা অনুরূপ দ্রব্যের মজুত বন্ধ করার,
(গ) কোন কুত্সিত বিজ্ঞাপন অপসারণ বা বিনাশ করার,
(ঘ) ইটের ভাটি, চুনার ভাটি, কাঠ কয়লার ভাটি বা মৃত্পাত্রের ভাটির কাজ বন্ধ বা উহা অপসারণ করার,
(ঙ) কোন পণ্য, দ্রব্য, যন্ত্রপাতি বা কলকব্জা সম্পর্কে এই উপ-ধারায় উল্লিখিত কোন অপরাধ সংঘটিত হইলে সংশ্লিষ্ট পণ্য, দ্রব্য, যন্ত্রপাতি বা কলকব্জা অপসারণ বা বাজেয়াপ্ত করার,
আদেশ বা নির্দেশ দিতে পারেন৷]