প্রিন্ট ভিউ

রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭

( ১৯৮৭ সনের ৩৮ নং আইন )

এই অাইনটি স্থানীয় সরকার ( সিটি কর্পোরেশন ) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) দ্বারা রহিত করা হইয়াছে।

চতুর্থ পরিচ্ছেদ

ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী

এই পরিচ্ছেদের প্রাধান্য
১৬৬৷ এই আইনের অন্য কোন বিধানে যাহা কিছুই থাকুক না কেন, এই পরিচ্ছেদের বিধানাবলী কার্যকর থাকিবে৷
রাজশাহী পৌরসভা কর্পোরেশন হইবে
১৬৭৷ (১) এই আইন বা আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইন প্রবর্তন হওয়ার সংগে সংগে Paurashava Ordinance, 1977 (XXVI of 1977) এর অধীনে গঠিত রাজশাহী পৌরসভা, রাজশাহী 1[সিটি] কর্পোরেশন বলিয়া গণ্য হইবে৷
 
 
 
 
(২) এই আইনের বিধান অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত, কর্পোরেশন একজন প্রশাসক, একজন উপ-প্রশাসক এবং সরকার কর্তৃক নির্দ্ধারিত সংখ্যক কমিশনার সমন্বয়ে গঠিত হইবে এবং তাঁহারা সকলেই সরকার কর্তৃক নিযুক্ত হইবেন৷
 
 
 
 
(৩) প্রশাসক মেয়র-এর দায়িত্ব পালন করিবেন এবং উপ-প্রশাসক প্রশাসকের দায়িত্ব পালনে সহায়তা করিবেন৷
 
 
 
 
(৪) এই ধারার অধীনে কোন ব্যক্তিকে সরকার যে কোন সময়ে কোন কারণ না দর্শাইয়া তাঁহার পদ হইতে অপসারণ করিতে পারিবেন৷
কর্পোরেশন প্রথম নির্বাচন
১৬৮৷ কমিশনারগণের প্রথম সাধারণ নির্বাচনের উদ্দেশ্যে, সরকার, সরকারী গেজেটে প্রকাশিত আদেশ দ্বারা-
 
 
 
 
(ক) নগরীকে কতকগুলি ওয়ার্ডে বিভক্ত করিতে হইবে,
 
 
 
 
(খ) প্রত্যেকটি ওয়ার্ডের এলাকা কতটুকু হইবে, এবং
 
 
 
 
(গ) প্রত্যেকটি ওয়ার্ডের জন্য কতগুলি আসন বরাদ্দ হইবে তাহা নির্দ্ধারণ করিবে৷
কর্পোরেশনের কতিপয় আদেশ, কার্যাবলী ইত্যাদির অনুমোদন ও সমর্থন
2[১৬৮ক৷ এই অধ্যাদেশ বা আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, ১৯৯১ সনের ১৮ই সেপ্টেম্বর হইতে উক্ত ১৮ সেপ্টেম্বর তারিখের অব্যবহিত পরবর্তী এই অধ্যাদেশের অধীন নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কর্পোরেশনের প্রথম সভার তারিখ পর্যন্ত (উভয় দিনসহ) সময়সীমার মধ্যে কর্পোরেশন কর্তৃক প্রণীত আদেশ, কৃত কাজকর্ম, গৃহীত ব্যবস্থা বা কার্যধারাসমূহ, অথবা প্রণীত, কৃত বা গৃহীত বলিয়া বিবেচিত আদেশ, কাজকর্ম, ব্যবস্থা বা কার্যধারাসমূহ, কর্পোরেশন কর্তৃক বৈধভাবে প্রণীত, কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া এতদ্বারা অনুমোদিত ও সমর্থিত ও ঘোষিত হইল, এবং তত্সম্পর্কে কোন আদালত, ট্রাইবুন্যাল বা কর্তৃপক্ষের নিকট কোন কারণেই কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না৷]
রহিতকরণ ও হেফাজত
১৬৯৷ (১) এই আইন প্রবর্তনের সংগে সংগে Paurashava Ordinance, 1977 (XXVI of 1977), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লেখিত, এর রাজশাহী নগরীর ক্ষেত্রে প্রয়োগ রহিত হইবে৷
 
 
 
 
(২) উক্ত Ordinance উক্তরূপে রহিত হইবার পর,-
 
 
 
 
(ক) রাজশাহী পৌরসভা বিলুপ্ত হইবে এবং উহার চেয়ারম্যান ও কমিশনারগণ তাঁহাদের পদে আর বহাল থাকিবেন না;
 
 
 
 
(খ) উক্ত Ordinance এর অধীনে প্রণীত সকল বিধি, প্রবিধান ও বাই-ল, প্রদত্ত সকল আদেশ, জারীকৃত সকল প্রজ্ঞাপন বা নোটিশ এবং মঞ্জুরীকৃত সকল লাইসেন্স ও অনুমতি, এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত, বলবত্ থাকিবে এবং এই আইনের অধীন প্রণীত, প্রদত্ত জারীকৃত বা মঞ্জুরীকৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং উক্ত সকল বাই-ল প্রবিধান হিসাবে গণ্য হইবে;
 
 
 
 
(গ) রাজশাহী পৌরসভার সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধা, সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, তহবিল, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, বিনিয়োগ এবং উক্ত সম্পত্তি সম্পর্কিত উহার যাবতীয় অধিকার বা উহাতে উহার যাবতীয় স্বার্থ কর্পোরেশনের নিকট হস্তান্তরিত ও ন্যস্ত হইবে;
 
 
 
 
(ঘ) রাজশাহী পৌরসভার সকল ঋণ, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা বা উহার সহিত সম্পাদিত সকল চুক্তি কর্পোরেশনের কর, দায় ও দায়িত্ব এবং উহার দ্বারা বা উহার সহিত সম্পাদিত চুক্তি বলিয়া গণ্য হইবে;
 
 
 
 
(ঙ) রাজশাহী পৌরসভা কর্তৃক প্রণীত সকল বাজেট, প্রকল্প ও পরিকল্পনা বা তত্কর্তৃক কৃত সকল মূল্যায়ন, এই আইনের বিধানাবলীর সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে, রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত, বলবত্ থাকিবে, এবং কর্পোরেশন কর্তৃক এই আইনের অধীনে প্রণীত বা কৃত হইয়াছে বলিয়া গণ্য হইবে;
 
 
 
 
(চ) রাজশাহী পৌরসভার প্রাপ্য সকল কর, রেইট, টোল, সেস, ফিস ও ভাড়া এবং অন্যান্য অর্থ এই আইনের অধীনে কর্পোরেশনের প্রাপ্য বলিয়া গণ্য হইবে;
 
 
 
 
(ছ) রাজশাহী পৌরসভা কর্তৃক আরোপিত সকল কর, রেইট, টোল, সেস, ফিস ও ভাড়া এবং অন্যান্য দাবী কর্পোরেশন কর্তৃক পরিবর্তিত না হওয়া পর্যন্ত একই হারে অব্যাহত থাকিবে;
 
 
 
 
(জ) রাজশাহী পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারী কর্পোরেশনে বদলী হইবেন ও উহার কর্মকর্তা ও কর্মচারী হইবেন, এবং তাঁহাদের পদবী প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক, মেয়রের অনুমোদনক্রমে, স্থির করা হইবে, তাঁহার উক্তরূপ বদলীর পূর্বে যে শর্তে চাকুরীরত ছিলেন, কর্পোরেশন কর্তৃক পরিবর্তিত না হওয়া পর্যন্ত, সে শর্তেই উহার অধীনে চাকুরীতে থাকবেন; এবং
 
 
 
 
(ঝ) রাজশাহী পৌরসভা কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা মোকদ্দমা কর্পোরেশন কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত মামলা মোকদ্দমা বলিয়া গণ্য হইবে৷
নির্দ্ধারিত পদ্ধতিতে কতিপয় বিষয়ের নিষ্পত্তি
১৭০৷ এই আইনে কোন কিছু করিবার জন্য বিধান থাকা সত্ত্বেও যদি উহা কোন কর্তৃপক্ষ বা কি পদ্ধতিতে করা হইবে তাহার সম্পর্কে কোন বিধান না থাকে তাহা হইলে উক্ত কাজ বিধি দ্বারা নির্দ্ধারিত পদ্ধতিতে এবং বিধি দ্বারা নির্দ্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক করা হইবে৷
অসুবিধা দূরীকরণ
১৭১৷ এই আইনের বিধানাবলী কার্যকর করিবার ক্ষেত্রে কোন অসুবিধা দেখা দিলে সরকার উক্ত অসুবিধা দূরীকরণার্থে, আদেশ দ্বারা, প্রয়োজনীয় যে কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে :
 
 
 
 
তবে শর্ত থাকে যে, এই আইনের বিধান অনুযায়ী কর্পোরেশন গঠিত হইবার তারিখ হইতে দুই বত্সর অতিক্রান্ত হইবার পর উক্তরূপ কোন আদেশ দেওয়া যাইবে না ৷
 
 
 
 

  • 1
    “সিটি” শব্দটি “পৌর” শব্দটির পরিবর্তে The Local Government Laws (Amendment) Act, 1990 (১৯৯০ সনের ৫৬ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত
  • 2
    ধারা ১৬৮ক রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধনী) আইন, ২০০৪ (২০০৪ সনের ২১ নং আইন) এর ৩ ধারাবলে সন্নিবেশিত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs