সংজ্ঞা
২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে-
(ক) “ইমারত” বলিতে কোন দোকান, বাড়ী-ঘর, কুঁড়ে ঘর, বহির্বাটি, আস্তাবল, অথবা ঘেরা বা আচ্ছাদন-সংযুক্ত যে কোন স্থানকেও বুঝাইবে;
(খ) “কমিশনার” অর্থ কর্পোরেশনের কমিশনার;
(গ) “কর্পোরেশন” অর্থ রাজশাহী [সিটি] কর্পোরেশন;
(ঘ) “জনপথ” বলিতে সর্বসাধারণের ব্যবহার্য পথ, রাস্তা ও সড়ককেও বুঝাইবে;
[* * *]
(চ) “তফসিল” অর্থ এই আইনের সাথে সংযুক্ত তফসিল;
(ছ) “রাজশাহী নগরী বা নগরী” অর্থ প্রথম তফসিলে বর্ণিত এলাকা;
(জ) “প্রধান নির্বাহী কর্মকর্তা” অর্থ কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা;
(ঝ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীনে প্রণীত প্রবিধান;
(ঞ) “বিধি” অর্থ এই আইনের অধীনে প্রণীত বিধি;
[* * *]
(ঠ) “মেয়র” অর্থ কর্পোরেশনের মেয়র;
(ড) “স্থানীয় কর্তৃপক্ষ” বলিতে জেলা পরিষদ, পৌরসভা [* * *] ও ইউনিয়ন পরিষদকেও বুঝাইবে৷