প্রথম পরিচ্ছেদ
কর্পোরেশনের গঠন
আকস্মিক পদ শূন্যতা
১৫৷ (১) কর্পোরেশনের মেয়াদ শেষ হইবার একশত আশি দিন পূর্বে কোন কমিশনারের পদ শূন্য হইলে পদটি শূন্য হইবার নব্বই দিনের মধ্যে ইহা পূরণ করিতে হইবে, এবং যিনি উক্ত পদে নির্বাচিত [* * *] হইবেন তিনি কর্পোরেশনের অবশিষ্ট মেয়াদের জন্য উক্ত পদে বহাল থাকিবেন৷
(২) [* * *] মেয়রের পদ শূন্য হইলে, পদটি শূন্য হইবার [নব্বই দিনের] মধ্যে ইহা পূরণ করিতে হইবে৷
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs