প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭

( ১৯৮৭ সনের ৩৮ নং আইন )

দ্বিতীয় পরিচ্ছেদ

মেয়র এবং কমিশনারগেনের নিবার্চন

1[মেয়র ও কমিশনারগণের] নির্বাচনের ফলাফল প্রকাশ
২৬৷ 2[ 3[* * *] মেয়র এবং কমিশনার] হিসাবে নির্বাচিত সকল ব্যক্তির নাম নির্বাচনের পর, যথাশীঘ্র সম্ভব, নির্বাচন কমিশন সরকারী গেজেটে প্রকাশ করিবেন৷

  • 1
    “মেয়র ও কমিশনারগণের” শব্দগুলি “কমিশনারগণের” শব্দটির পরিবর্তে রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ২২ ধারাবলে প্রতিস্থাপিত
  • 2
    “সংরক্ষিত আসনের কমিশনার ব্যতীত, মেয়র এবং কমিশনার” শব্দগুলি ও কমা “নির্বাচিত কমিশনার” শব্দগুলির পরিবর্তে রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ২২ ধারাবলে প্রতিস্থাপিত
  • 3
    “সংরক্ষিত আসনের কমিশনার ব্যতীত,” শব্দগুলি রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ৪ নং আইন) এর ৭ ধারাবলে বিলুপ্ত
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs